দুর্বার চট্টগ্রাম আবাহনীর সামনে বড় ব্যবধানে বিধ্বস্ত ব্রাদার্স

ক্রীড়া প্রতিবেদক

০৪ মে ২০২৪, ১০:২১ অপরাহ্ন

দুর্বার চট্টগ্রাম আবাহনীর সামনে বড় ব্যবধানে বিধ্বস্ত ব্রাদার্স

বিশাল এক জয়ে শিরোপার আরো কাছে চলে এসেছে বর্তমান চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী। হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার পথে তাদের আট নম্বর ঝড়ে বিধ্বস্ত হয় ব্রাদার্স ইউনিয়ন। আবাহনীকে হারালে শিরোপা জয় অনেকটা নিশ্চিত হয়ে যেত সে রকম ম্যাচে উল্টো ১১২ রানের বিশাল ব্যবধানে হেরে যায় ব্রাদার্স।

শনিবার (৪ মে) চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত সিজেকেএস প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের নবম রাউন্ডের প্রথস ম্যাচটি আগের রাতের তুমুল বৃষ্টির কারণে নেমে আসে ৪০ ওভারে। গুরুত্বপূর্ণ সেই ম্যাচে সকালে বৃষ্টিভেজা মাঠে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আবাহনী লিমিটেড।

যার জাদুকরী হাতের ছোঁয়ায়, নিজের সুনিপুণ তত্ত্বাবধানে গড়া সেরাজ ফোর এইচ স্পোর্টস একাডেমির নিজস্ব খেলোয়াড়দের পারফরম্যান্সে চট্টগ্রাম আবাহনী একের পর এক সাফল্যের দেখা পাচ্ছে বিসিবি আঞ্চলিক সংস্থার পরিচালক, ফোর এইচের ব্যবস্থাপনা পরিচালক গাওহার সিরাজ জামিল এদিন নিজে মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।

তাঁর উপস্থিতিতে উজ্জীবিত হয়ে চট্টগ্রাম আবাহনী নির্দিষ্ট ৪০ ওভারের ৪ বল আগে ২৬৪ রানের বিশাল সংগ্রহ করে। 

দলের পক্ষে আজমল হুদা আজাদ সর্ব্বোচ ৬০ রান সংগ্রহ করেন। তার ৪৬ রানের ইনিংসটি ৩টি ছয় ও ৬ চারে সাজানো ছিল।

 তাছাড়া ওপেনার তাজুল ইসলাম ৪৪, মোহাম্মদ শোয়েব ৪৩, মোামিনুল হক ২৯, সাইদুল ইসলাম সানজু ২৭ রান করেন। শেষ দিকে ইমরান ১০ বলে ১৭ রান করেন।

ব্রাদার্স ইউনিয়নের আরমান হোসেন ৩টি, কাজী কামরুল ও এ এম এম নাকিব ২টি করে উইকেট লাভ করেন।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ সুচনা পায় ব্রাদার্স ইউনিয়ন। দুই ওপেনার মিলে দলকে অর্ধশতক এনে দেন ৭ ওভারে। পরবর্তীতে আবাহনীর স্পিনারদের সামনে অসহায় আত্মসমর্পণ করতে থাকে। ফলে ৫৩ রানে ১ম, ৫৪ রানে ২য়, ৯৩ রানে ৩য়, ৯৬ রানে ৪র্থ ও ৯৭ রানে ৫ম উইকেটের পতনের মাধ্যমে ম্যাচে ছন্দপতন ঘটে ব্রাদার্স ইউনিয়নের ইনিংসের। 

সাবেক জাতীয় তারকা রকিবুল হাসান, আল আমিন জুনিয়রসহ মিডল অর্ডারের সবাইকে দ্রুত আউট করে সাজঘরে ফেরান আবাহনীর বোলাররা। ফলে, ব্রাদার্স ইউনিয়ন ২৮.৩ ওভারে গুটিয়ে যায় মাত্র ১৫২ রানে। 

আবাহনীর মো. ওবায়দুল্লাহ ৫টি ও মোহাম্মদ শোয়েব ৩টি উইকেট লাভ করেন।

এই জয়ের ফলে ৯ ম্যাচে ৮ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে এককভাবে শীর্ষে উঠে এসেছে চট্টগ্রাম আবাহনী। হ্যাটট্রিক শিরোপা পানে ছুটতে থাকা চট্টগ্রাম আবাহনী লিমেটেড লিগের ১০ম রাউন্ডে মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের সাথে  এবং ২৩ মে লিগের সমাপনী দিনে চট্টগ্রাম বন্দর ক্রীড়া সংস্থার মোকাবেলা করবে।

অন্যদিকে, অপর শিরোপা প্রত্যাশী ব্রাদার্স ইউনিয়নের সংগ্রহ ৯ ম্যাচে ৭ জয় ও ২ পরাজয়ে ২১ পয়েন্ট। লিগে তাদের ম্যাচ বাকী আছে আরও ২টি। ব্রাদার্স আগামী ১৩ মে মোহামেডান স্পোটিং ক্লাব ও ১৯ মে ফ্রেন্ডস ক্লাবের মোকাবেলা করবে।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন