শনিবার, ১২ অক্টোবর ২০২৪

এবার আফ্রিকায় লাল-সবুজের পতাকা উড়াবে ইয়াসিন চৌধুরীর বাংলা টাইগার্স

ক্রীড়া প্রতিবেদক

০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৮ অপরাহ্ন

এবার আফ্রিকায় লাল-সবুজের পতাকা উড়াবে ইয়াসিন চৌধুরীর বাংলা টাইগার্স

চট্টগ্রাম তো বটেই দেশের অন্যতম সেরা একজন ক্রিকেট সংগঠক মোহাম্মদ ইয়াসিন চৌধুরী। তৃতীয় বিভাগের একটি দল কিনে এফএমসি স্পোর্টস নামকরণ করে সেটিকে টানা চ্যাম্পিয়ন করে তুলে নিয়ে আসেন সর্বোচ্চ পর্যায়ের প্রিমিয়ার ডিভিশনে। প্রিমিয়ার ডিভিশনে চ্যাম্পিন দল গড়ে এফএমসি স্পোর্টস নামে চট্টগ্রামের ক্রিকেটে উন্নতির হাওয়া বদলে দেওয়া সহ্য হয়নি অনেকের। তাইতো এফএমসির তড়তড়িয়ে এগিয়ে যাওয়া থামাতে নোংরা রাজনীতির আশ্রয় নিয়ে চট্টগ্রামের ক্রিকেটে এফএমসিকে ‘নিষিদ্ধ’ করে রাখেন ক্ষমতাবানরা। পাশপাশি চলে ওনার ব্যবসা প্রতিষ্ঠানে তৎকালীন সরকারের ক্ষমতাধরদের আরেক নোংরামি। এসবের পর অন্য কেউ হলে ক্রিকেটের কথা, দেশের কথা মুখেও আনতেন না কেউ। কিন্তু একদিকে জঘন্য নোংরামি, অন্যদিকে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে অযাচিত হস্তক্ষেপে কোনঠাসা করে রাখার পরও ক্রিকেটকে ত্যাগ করেননি ইয়াসিন চৌধুরী। বরং চট্টগ্রামের এফএমসি স্পোর্টসকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলা টাইগার্স নাম দিয়ে ছড়িয়ে দেন মধ্যপ্রাচ্য, আমেরিকা, দক্ষিণ এশিয়া ও আফ্রিকায়। যে ইয়াসিন চৌধুরীকে চট্টগ্রামের ক্রিকেটের উন্নতিতে অবদান রাখতে দেননি সেই তিনি বুকে লাল-সবুজের পতাকা বহন করে চট্টগ্রাম তথা বাংলাদেশকে বয়ে বেড়াচ্ছেন এক মহাদেশ থেকে আরেক মহাদেশে।     

গত বেশ কয়েক বছর ধরে আবুধাবি টি-টেন মাতিয়ে চলেছে বাংলা টাইগার্স। দীর্ঘদিন ধরেই ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের পরিসন বাড়ানোর কথা ভেবে আসছিল তারা। চলতি বছর থেকে তারা যুক্ত হতে যাচ্ছে আরও দুই দেশের টি-টেন লিগে। এর মধ্যে একটি হচ্ছে শ্রীলঙ্কার লঙ্কা টি-টেন, অন্যটি আফ্রিকার জিম-আফ্রো টি-টেন লিগ। লঙ্কা টি-টেনে তারা অংশ নেবে বাংলা টাইগার্স হামবানটোটা নামে। আর জিম-অ্যাফ্রো টি-টেন লিগে দলটির নাম হবে জোবার্গ বাংলা টাইগার্স। এরই মধ্যে গত বছর (২০২৩ সালে) টি-টেন গ্লোবালের সঙ্গে ১০ বছরের চুক্তি সেরেছে ফ্র্যাঞ্চাইজিটি।

এতে টি-টেন গ্লোবালের পক্ষে চেয়ারম্যান শাজিউল মুলক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব খান্না এবং বাংলা টাইগার্সের পক্ষে মালিক মোহাম্মদ ইয়াসিন চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা জাফির ইয়াসিন চৌধুরী ১০ বছরের জন্য এ চুক্তিতে স্বাক্ষর করেন।

টি-টেন গ্লোবালের চেয়ারম্যান শাজিউল মুলক বলেন, 'আবুধাবির পর লঙ্কা আর জিমআফ্রো টি-টেনে বাংলা টাইগার্সকে দল হিসেবে পেয়ে আমরা আনন্দিত ও উচ্ছ্বসিত। বিগত বছরগুলিতে তারা আবুধাবি টি-টেন লিগে তাদের সামর্থ্যের প্রমাণ রেখেছে, আশা করছি নতুন যাত্রায় তারা আরো সফল হবে।'

টি-টেন গ্লোবালের প্রধান নির্বাহী রাজীব খান্না বলেন, বাংলা টাইগার্স যখন মাঠে নামে তখন তারা বিশাল সমর্থকগোষ্ঠীর সমর্থন নিয়েই মাঠে নামে । শ্রীলঙ্কা আর জিম্বাবুয়েতে প্রিয় দলের সমর্থনে তারা আবারও গলা ফাটাবে বলে আশা করছি।'

বাংলা টাইগার্সকে বিশ্বব্যপী ছড়িয়ে দিতে সেই সঙ্গে বাংলাদেশের ক্রিকেটারদের বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার সুযোগ করে দিতে এই ফ্র্যাঞ্চাইজিটি হয়ে উঠেছে অপ্রতিরোধ্য।

এ প্রসঙ্গে বাংলা টাইগার্সের মালিক মোহাম্মদ ইয়াসিন চৌধুরী বলেন, 'বাংলাদেশ থেকে বড় স্বপ্ন নিয়েই বাংলা টাইগার্স যাত্রা শুরু করেছিল। সে স্বপ্নীল যাত্রার অংশ হিসেবে আমরা সংযুক্ত আরব আমিরাতের পর এবার শ্রীলঙ্কা আর আফ্রিকাতেও পা রাখতে যাচ্ছি। আমরা সব সময়ই বলে এসেছি এটা আমাদের দল, বাংলাদেশের জনগণের দল।'

তিনি আরও বলেন, ‘দেশের ক্রিকেট কাঠামো ঠিক হলে আমরা বিপিএলেও অংশ নিতে আগ্রহী। যেখানে চট্টগ্রামের ক্রিকেটার ও কর্মকর্তাদের আধিক্য থাকবে স্বাভাবিকভাবেই।’

জিম আফ্রো টি-১০ লিগে প্রথমবার অংশ নিতে গিয়ে দল কেমন সাজালেন জানতে চাইলে তিনি বলেন, ‘আফ্রো টি-১০ চলার সময় বাংলাদেশের আন্তর্জাতিক খেলা থাকায় ইচ্ছে করলেও দলে ভেড়াতে পারেনি কয়েকজন টাইগারকে। কারণ, দলে নিলেও তাদের এনওসি পাওয়া যেত না।’

জিম আফ্রো টি-১০ লিগে ড্রাফটের আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর আইকন ও গ্লোবাল সুপারস্টার ক্যাটাগরিতে খেলোয়াড় নেওয়ার সুযোগ পায়। সেই সুযোগকে কাজে লাগিয়ে এরই মধ্যে বাংলা টাইগার্সের ডেরায় ভিড়িয়েছেন কুশাল পেরেরা, হজরতুল্লাজ জাযাই, ক্রিস লিন, লুক উড, আসালঙ্কা, এডাম মিল্ন, করিম জানাতের মতো তারকাদের।  তবে আজকের ড্রাফট থেকে আরও বেশ কয়েকজন তারকা খেলোয়াড় অর্ন্তভুক্তির কথা জানান ইয়াসিন চৌধুরী।

প্রসঙ্গত, প্রতিটি দলে ন্যূনতম ১৬ জন খেলোয়াড় থাকবেন, যার মধ্যে জিম্বাবুয়ের থাকবেন কমপক্ষে ৬ জন। আইকন ও গ্লোবাল সুপারস্টার ক্যাটাগরিতেও জিম্বাবুয়ের ক্রিকেটারদের নেওয়া যাবে।

গত বছরের জুলাইয়ে এই টুর্নামেন্টের প্রথম আসর হয়েছিল। এবারের টুর্নামেন্ট হতে যাচ্ছে ২১ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই হবে হারারাতে।

 


সর্বশেষ

উপরে নিয়ে চলুন