মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

এমআই এমিরেটসের প্রধান কোচ শেন বন্ড

আইএলটি২০

ক্রীড়া প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫৮ অপরাহ্ন

এমআই এমিরেটসের প্রধান কোচ শেন বন্ড

আসন্ন সংযুক্ত আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগের দল এমআই এমিরেটসের প্রধান কোচ হয়েছেন নিউজিল্যান্ডের সাবেক পেস তারকা শেন বন্ড। একই ফ্র্যাঞ্চাইজির আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্সের বর্তমান বোলিং কোচও তিনি।

শনিবার বন্ডকে প্রধান কোচের দায়িত্ব দেওয়ার পাশাপাশি পার্থিব প্যাটেলকে ব্যাটিং কোচ ও বিনয় কুমারকে বোলিং ঘোষণা করা হয়। দুজনই মুম্বাই ইন্ডিয়ান্সের ট্যালেন্ট স্কাউটসের সদস্য। মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক অলরাউন্ডার জেমস ফ্রাঙ্কলিন আমিরাত লিগে দলটির ফিল্ডিং কোচ।

সংযুক্ত আরব আমিরাত ক্রিকেটে প্রচুর অভিজ্ঞতাসম্পন্ন রবিন সিং এমআই এমিরেটসের জেনারেল ম্যানেজার অব ক্রিকেট।

মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়াও বেশ কয়েকটি দলের কোচিং সেটআপে ছিলেন বন্ড। নিউজিল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব পালন করেন। এছাড়া বিবিএলে সিডনি থান্ডারের প্রধান কোচ ছিলেন ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত। এছাড়া ইংল্যান্ড দলের বোলিং কনসালট্যান্ট হিসেবেও কাজ করার অভিজ্ঞতা আছে। 

এখন পর্যন্ত আইএলটি২০র সূচি নির্ধারিত হয়নি। তবে আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতেই হবে এ টুর্নামেন্ট। একই সময়ে হবে দক্ষিণ আফ্রিকার নতুন লিগ এসএ২০। সেখানে আবার রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকানাধীন আরেক দল এমআই কেপটাউন। তাই দুই দলের জন্য আলাদা কোচিং প্যানেল নিয়োগ দিতে হলো তাদের।

মুম্বাই ইন্ডিয়ান্সের হেড কোচের পদ থেকে সরিয়ে মাহেলা জয়াবর্ধনেকে মুম্বাই ইন্ডিয়ান্সের তিন দলের গ্লোবাল হেড অব পারফরম্যান্স হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সের হেড কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন মার্ক বাউচার। তাদের তৃতীয় দল এমআই কেপটাউনের কোচিং করাবেন সাইমন ক্যাটিচ।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন