শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪

এরিয়েল মাস্টার্স ক্রিকেটের সেমিতে আগ্রাবাদ মাস্টার্স ও কুল ওয়ারিয়র্স

ক্রীড়া প্রতিবেদক

০৯ নভেম্বর ২০২৪, ০৮:২১ অপরাহ্ন

এরিয়েল মাস্টার্স ক্রিকেটের সেমিতে আগ্রাবাদ মাস্টার্স ও কুল ওয়ারিয়র্স

আগেরদিন গ্রুপ লিগের তিন ম্যাচে টানা জিতে গ্রুপ চ্যাম্পিয়ন সবার আগে সেমিফাইনালে উঠে যায় চিটাগাং রয়েলস ও চিটাগাং এমেচার ক্রিকেটার্স। পরেরদিন তাদের সাথে সেমিফাইনালে নাম লেখালো আগ্রাবাদ মাস্টার্স ও কুল ওয়ারিয়র্স। 

শনিবার (৯ নভেম্বর) সেরাজ ফোর এইচ স্পোর্টস একাডেমি স্টেডিয়ামে অনুষ্ঠিত এরিয়েল এমেচার টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে সেমিফাইনালে উঠার লড়াইয়ে দিনের প্রথম খেলায় মুখোমুখি হয আগ্রাবদ মাস্টার্স ও হোয়াইট ফ্যালকন। তাতে আগ্রাবাদ মাস্টার্স ৭ উইকেটে হারায় হোয়াইট ফ্যালকনকে। দ্বিতীয় খেলায় হক্কানি ক্রিকেট ক্লাবকে ৬ উইকেটে হারিয়ে চতুর্থ দল হিসেবে সেমিতে উঠে কুল ওয়ারিয়র্স।

দিনের প্রথম খেলায় টসে হেরে ব্যাট করতে নেমে হোয়াইট ফ্যালকন ১০৭ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে ইভান ২৪, ইসমাইল ২১ রান করেন। আগ্রাবাদ মাস্টার্সের হয়ে রাজু ৩টি এবং পায়েল, পাভেল ও আবিদ প্রত্যেকে নেন ২টি করে উইকেট।

জবাবে, আগ্রাবাদ মাস্টার্স মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের দেখা পেয়ে যায়। দলের পক্ষে ইকরাম ২৯, শামু ২৫ এবং সুমন সাহা ২১ রান করেন।

দিনের দ্বিতীয় খেলায় টসে হেরে ব্যাট করতে নেমে হক্কানি ক্রিকেট ক্লাব ১৪৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সুলতান আমিন ৪৪, মুন্না ২৬, মাসুদ ২৫ রান করেন। কুল ওয়ারিয়র্সের রুমেল ও রিপন নেন ৩টি করে উইকেট।

জবাবে, কুল ওয়ারিয়র্স ৬ উইকেট হারিয়ে জয় পেয়ে যায়। দলের পক্ষে আরেফিন রাব্বি ৬২ রান করেন। হক্কানির হয়ে ইকবাল ৩টি ও রবিন ২টি উইকেট নেন।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন