শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪

চিটাগাং এমেচারের আরেকটি বড় জয়, কুল ওয়ারিয়র্সের কাছে চিটাগাং মাস্টার্সের হার

ক্রীড়া প্রতিবেদক

০২ নভেম্বর ২০২৪, ০৭:৩৩ অপরাহ্ন

চিটাগাং এমেচারের আরেকটি বড় জয়, কুল ওয়ারিয়র্সের কাছে চিটাগাং মাস্টার্সের হার

নিজেদের দ্বিতীয় খেলায়ও দাপুটে জয় পেল চিটাগাং এমেচার ক্রিকেটার্স। তাদের দ্বিতীয় জয় এসেছে আগ্রাবাদ মাস্টার্সকে ৭ উইকেটে হারিয়ে। দিনের দ্বিতীয় ম্যাচে এসে কুল ওয়ারিয়র্সের কাছে ৬ উইকেটের ব্যবধানে হেরেছে চিটাগাং মাস্টার্স।

শনিবার (২ নভেম্বর) সেরাজ ফোর এইচ স্পোর্টস একাডেমি স্টেডিয়ামে অনুষ্ঠিত এরিয়েল এমেচার টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে দিনের প্রথম খেলায় টসে জিতে আগ্রাবাদ মাস্টার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় এমেচার ক্রিকেটার্স। আগ্রাবাদ মাস্টার্স ১৯.১ ওভারে ১১৮ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে মুরাদ চৌধুরী ৪৩, অধিনায়ক সুমন সাহা ৩৬, অনিন্দ্য ১৩, ফারুক টিটো ১০ রান করেন।

চিটাগাং এমেচার ক্রিকেটার্সের হয়ে তানভির ৩টি, মিরাজ, ফাহাদ ও আসিফ প্রত্যেকে ২টি করে উইকেট নেন।

জবাবে, চিটাগাং এমেচার ১২.৪ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে ফাহাদ ৩৫, আসিফ ২৩, ইকবাল ২০ ও মিরাজ ১৯ রান করেন। 

দিনের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে চিটাগাং মাস্টার্স সম্মিলিত প্রচেষ্টায় ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান করে। দলের পক্ষে রিশাদ ২৩, ইকরাম ২১, ইমরান ১৭ রান করেন। কুল ওয়ারিয়র্সের রিপন ৩টি ও ইমতিয়াজ ২ উইকেট নেন। 

জবাবে, কুল ওয়ারিয়র্স ১৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে রায়েদ রাফু ৪৯, রাব্বি ৩৯, আদনান ২৫ রান করেন। চিটাগাং মাস্টার্সের হয়ে আজিম ২ উইকেট নেন।

 

 


সর্বশেষ

উপরে নিয়ে চলুন