শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪

চিটাগাং রয়েলসের দ্বিতীয় জয়, সুপার ওভারে জিতেছে গোল্ডেন গ্লাভস

এরিয়েল এমেচার ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক

০১ নভেম্বর ২০২৪, ০৭:০০ অপরাহ্ন

চিটাগাং রয়েলসের দ্বিতীয় জয়, সুপার ওভারে জিতেছে গোল্ডেন গ্লাভস

এরিয়েল এমেচার টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডেও জয়ের দেখা পেয়েছে চিটাগাং রয়েলস। দিনের দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে গিয়ে শ্বাসরুদ্ধকর জয়ে পয়েন্ট টেবিলে নাম লেখালো গোল্ডেন গ্লাভস। 

শুক্রবার (১ নভেম্বর) সেরাজ ফোর এইচ স্পোর্টস একাডেমি স্টেডিয়ামে অনুষ্ঠিত এরিয়েল এমেচার টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে দিনের প্রথম খেলায় চিটাগাং রয়েলস ৩০ রানে হারায় হাক্কানি ক্রিকেট ক্লাবকে। দ্বিতীয় ম্যাচে হোয়াইট ফ্যালকনের করা ১৬৮ রান তাড়া করতে নেমে গোল্ডেন গ্লাভসও নির্ধারিত ওভারে ১৬৮ রান করলে খেলা গড়ায় সুপার ওভারে। তাতে ২ রানে জিতেছে গোল্ডেন গ্লাভস।

সকালের খেলায় টসে হেরে ব্যাট করতে নেমে চিটাগাং রয়েলস নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২০ রান করে। দলের পক্ষে জাভেদ ইউসুফ ৩টি করে চার-ছয়ে ৪৫ বলে ৬৩ রান করেন। এছাড়া, শাকিবুর রহমান ৪৩, রাজিব মোস্তফা ৪০ রান করেন। হাক্কানির হয় রবিন নেন ২ উইকেট।

জবাবে, হাক্কানি ক্রিকেট ক্লাব ১৯ ওভারে ১৫০ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে আলী জাকের ৩৮, আফসার ২৩, সুলতান ১৯, মোরশেদ ১৮ রান করেন। চিটাগাং রয়েলসের হয়ে প্রণব নেন ৪ উইকেট।

দিনের দ্বিতীয় ম্যাচে মারুফ রায়হানের ২৯ বলে ১ চার ও ৯ ছয়ে ৭০ রানের সুবাদে ১৬৮ রান করে হোয়াইট ফ্যালকন। এছাড়া, মাসুম ৩২ রান, লতিফ ২১ রান করেন।  

জবাবে, গোল্ডেন গ্লাভস শেষ ওভারে ১৮ রান নিয়ে হোয়াইট ফ্যালকনের করা ১৬৮ রান ছুঁয়ে খেলা সুপার ওভারে নিয়ে যায়। দলের হয়ে ফায়েম ৪৪ রান করেন। 

সুপার ওভারে আগে ব্যাট করতে নেমে গোল্ডেন গ্লাভস ৯ রান করে। জবাবে, হোয়াইট ফ্যালকন পুরো ওভার খেলেও ৭ রানের বেশি করতে পারেনি।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন