এ নিয়ে টানা চার ম্যাচ টস জিতলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হলো বাংলাদেশ ক্রিকেট দল। লঙ্কান অধিনায়ক দাসুন শানাকার সঙ্গে টস করতে নেমে কয়েন নিক্ষেপে জয় পেলেন সাকিব আল হাসান এবং টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এশিয়া কাপের ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এ ম্যাচে টাইগারদের জয়ের বিকল্প নেই বললেই চলে। আজ (শনিবার) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় খেলা শুরু হবে।
বাংলাদেশের একাদশে আজ এক পরিবর্তন রয়েছে। মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেনের জায়গায় দলে সুযোগ পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ।