রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরে নিলেন মুশফিক

ক্রীড়া প্রতিবেদক

০৪ সেপ্টেম্বর ২০২২, ১২:২৬ অপরাহ্ন

টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরে নিলেন মুশফিক

আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততায় ক্লান্ত হয়ে পড়ছেন ক্রিকেটারদের অনেকেই। ক্যারিয়ার দীর্ঘ করতে কেউ যাচ্ছেন রোটেশন পলিসিতে, কেউ বা ছেড়ে দিচ্ছেন এক সংস্করণ। বাংলাদেশ দলের ক্রিকেটারদের অনেকেই এই পথে হাঁটতে শুরু করেছেন। আন্তর্জাতিক টি২০ ছেড়ে দিয়েছেন তামিম ইকবাল।

জাতীয় দলের একটি সূত্র থেকে আগেই জানা গেছে, মুশফিকুর রহিমও যে কোনো একটি সংস্করণ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। পরিবারের সঙ্গে কথা বলে সে ঘোষণা দিতে পারেন আজকালের মধ্যেই।

রোববার (৪ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে জানিয়ে দিলেন ক্রিকেটের সংক্ষিপ্ত ভার্সনে আর দেখা যাবে না মুশিকে।

তিনি লিখেন, ‘সবাইকে সালাম এবং শুভেচ্ছা।
দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভাল এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুন্ঠ সমর্থন আমার প্রেরনা। 
টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে, বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো।  আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরো কিছু নিয়ে আসতে পারবো দেশের জন্য। 
বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) সহ অন্যান্য ফ্রেঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাবো টি টোয়েন্টি ফরম্যাটে। 
আলহামদুলিল্লাহ। সবার নিকট কৃতজ্ঞতা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।👏👏’

টেস্ট ও ওয়ানডে ভালো খেলেন উইকেটরক্ষক এই ব্যাটার। ফিট থাকলে এ দুই সংস্করণে আরও তিন বছর খেলে যেতে পারবেন তিনি। 

এএইচ


সর্বশেষ

উপরে নিয়ে চলুন