বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি?

৯ নভেম্বর শুরু

দেশ স্পোর্টস ডেস্ক

০৬ নভেম্বর ২০২২, ০৫:৫৩ অপরাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি?

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের চার দল চূড়ান্ত হয়ে গেছে দিনের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হারের পরই। তবে কোন দলের কার বিপক্ষে খেলা পড়বে, সেটি ছিল অজানা।

কেননা গ্রুপ-২'তে ভারত-পাকিস্তান দুই দলেরই ছিল সমান ৬ পয়েন্ট। ভারত কোনোক্রমে জিম্বাবুয়ের কাছে হেরে গেলে পাকিস্তান রানরেটের হিসেবে গ্রুপ চ্যাম্পিয়ন হতো। সেমির প্রতিপক্ষও বদলে যেতো তখন।

কিন্তু রোহিত শর্মার দল সেই সুযোগটা দিলো না। জিম্বাবুয়েকে হারিয়ে জোগাড় করে নিলো ৮ পয়েন্ট। এতে করে গ্রুপ-২'তে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পা রেখেছে ভারত, রানারআপ পাকিস্তান।

দিনের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান বাংলাদেশকে হারিয়ে সেমিতে উঠেছে। ফলে তাদের খেলা পড়েছে গ্রুপ-১ চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের সঙ্গে। আগামী ৯ নভেম্বর সিডনিতে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

ভারত গ্রুপ-২’তে চ্যাম্পিয়ন হওয়ায় তাদের খেলা পড়বে গ্রুপ-১ রানারআপ দল ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে। ১০ নভেম্বর অ্যাডিলেড ওভালে এই ম্যাচটিও শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

এক নজরে সেমিফাইনাল
৯ নভেম্বর-নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, সিডনি
১০ নভেম্বর-ইংল্যান্ড বনাম ভারত, অ্যাডিলেড


সর্বশেষ

উপরে নিয়ে চলুন