শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

দুই রাইজিংয়ের লড়াইয়ে হারলো জুনিয়ররা

চট্টগ্রাম প্রিমিয়ার ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক

০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:০৪ অপরাহ্ন

দুই রাইজিংয়ের লড়াইয়ে হারলো জুনিয়ররা

গতবার প্রথম বিভাগ ক্রিকেট লিগ চ্যাম্পিয়ন হয়ে এবারে চট্টগ্রাম প্রিমিয়ার ক্রিকেট লিগে নাম লিখিয়েছিল রাইজিং স্টার জুনিয়র। কিন্তু প্রিমিয়ারের প্রথম ম্যাচেই তারা হোঁচট খেয়েছিল ‘চ্যাম্পিয়ন’ চট্টগ্রাম আবাহানীর কাছে। দ্বিতীয় ম্যাচে এসেও তারা বের হতে পারেনি পরাজয়ের বৃত্ত থেকে। এবার তারা হারলো ‘তাদের সিনিয়র’ রাইজিং স্টার ক্লাবের কাছে। 

দুই রাইজিংয়ের শ্বাসরুদ্ধকর সেই লড়াইয়ে ‘সিনিয়র’ রাইজিং স্টার  জয়লাভ করে মাত্র ১ উইকেটে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ১৯১ রানে অলআউট হয়েছিল রাইজিং স্টার জুনিয়র। জবাবে ৪৭ ওভারের মাথায় জয় পায় রাইজিং স্টার। 

টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নামে রাইজিং জুনিয়র। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও চারে নামা শাহাদাত হৃদয়ের ৯৩ বলে ৫ চারের সৌজন্যে সাজানো ৫২ রান এবং শেষ দিকে তারেক আজিজের ২৬ রান, আশরাফুল হোসাইনের ২৫ বলে ২টি করে চার-ছয়ে করা ৩০ রানের সুবাদে ৪৯ ওভারের প্রথম বলে অলআউট হওয়ার আগে ১৯১ রান করে। 

রাইজিং স্টারের পক্ষে নিশিত ঘোষ ৩টি এবং রহিম ও আকিব ২টি করে উইকেট নেন।

জবাবে রাইজিং স্টার ক্লাবও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে জুনিয়রের জয়ের সম্ভাবনা জাগে। কিন্তু চট্টগ্রামের অভিজ্ঞ ক্রিকেটার রেজাউল করিম রাজিব নিজের অভিজ্ঞতার ঝলক দেখিয়ে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান। তিনি ৭৫ বলে অর্ধডজন চারের সাহায্যে ৫৫ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন। এছাড়া দলের হয়ে আবিদ ৩০ রান, আসাদ ২৫ রান এবং বল হাতে সফল নিশিত ২৫ রান, রহিম ২৪ রান করেন। 

রাইজিং জুনিয়রের হয়ে রকিবুল হাসান ৪ উইকেট নিয়ে দলকে লড়াইয়ে রেখেছিলেন। এছাড়া, তারেক আজিজ নেন ২ উইকেট। 


সংক্ষিপ্ত স্কোর:
টস:
রাইজিং স্টার জুনিয়র
রাইজিং স্টার জুনিয়র: ৪৮.২ ওভারে ১৯১/১০ ( হৃদয় ৫২, আশরাফ ৩০, তারেক ২৬, রাজা ১৭, রিফাত ১৭, জিশান ১১; নিশিত ৩/৩০, রহিম ২/২৭, আকিব ২/৩৫)।
রাইজিং স্টার ক্লাব: ৪৬.২ ওভারে ১৯২/৯ (রাজিব ৫৫, আবিদ ৩০, আসাদ ২৫, নিশিত ২৫, রহিম ২৪, হৃদয় ১০; রকিবুল ৪/২৩, তারেক আজিজ ২/৫২)
ফল: রাইজিং স্টার ক্লাব ১ উইকেটে জয়ী।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন