শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

নোয়াখালীকে উড়িয়ে সেমিফাইনালে চট্টগ্রাম

অনূর্ধ্ব-১৪ ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক

২৬ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৬ অপরাহ্ন

নোয়াখালীকে উড়িয়ে সেমিফাইনালে চট্টগ্রাম

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্টের আঞ্চলিক সেমিফাইনালে উঠেছে চট্টগ্রাম জেলা দল। সেমিফাইনালে উঠার পথে তারা নোয়াখালী জেলা দলকে হারায় ৯ উইকেটের বড় ব্যবধানে। 

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) চাঁদপুর জেলা স্টেডিয়ামে টসে আগে ব্যাটিং করতে নেমে চট্টগ্রাম দলের বোলিং তোপের মুখে পড়ে নোয়াখালী দল। চট্টগ্রামের বোলারদের সামনে উদ্বোধনী ব্যাটার আসিফ ছাড়া দলের কোন ব্যাটারই সুবিধা করতে পারেনি। আসিফ ব্যাটারদের মধ্যে একমাত্র ডাবল ডিজিট (১৪ রান) করতে পারেন। বাকিদের ব্যাটিং রান দেখলে মনে হবে টেলিফোনের ডিজিট!

দ্বিতীয় ওভারে প্রথম উইকেট হারানো নোয়াখালী দল ৫০ ওভারের ম্যাচে ২৮.৫ ওভারে মাত্র ৫৪ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে অতিরিক্ত খাত থেকে ২৪! 

চট্টগ্রামের হয়ে সাদমান মাত্র ৫ ওভার বল করে ২ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। এছাড়া, আজমাইন ও সাঈদ নেন ২টি করে উইকেট। 

জবাবে, চট্টগ্রাম জেলা দল মাত্র ৮.১ ওভার খেলেই জয় পেয়ে যায়। দলের হয়ে ওপেনার আইয়ান ১৮ রান এবং তিন নম্বরে ব্যাট করতে নামা মানসিব ১৫ রানে অপরাজিত থাকেন।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন