শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪

বড় ব্যবধানে জিতেছে চিটাগাং এমেচার ও চিটাগাং মাস্টার্স

এরিয়েল এমেচার ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক

২৬ অক্টোবর ২০২৪, ১০:৩৭ অপরাহ্ন

বড় ব্যবধানে জিতেছে চিটাগাং এমেচার ও চিটাগাং মাস্টার্স

টুর্নামেন্টের উদ্বোধনী দিনে দুটি ম্যাচই জিতেছিল আগে ব্যাট করা দল। কিন্তু দ্বিতীয় দিনে অনুষ্ঠিত ম্যাচ দুটিতে জিতেছে আগে ব্যাট করা দল, তাও বড় ব্যবধানে। দিনের প্রথম খেলায় চিটাগাং এমেচার ক্রিকেটার্স এবং দ্বিতীয় ম্যাচে চিটাগাং মাস্টার্স জয়লাভ করে।

সেরাজ ফোর এইচ স্পোর্টস একাডেমি আয়োজিত এরিয়েল অ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টে শনিবার (২৬ অক্টোবর) সেরাজ ফোর এইচ একাডেমি মাঠে সকালের খেলায় চিটাগাং এমেচার ক্রিকেটার্স ৬১ রানে হারায় হোয়াইট ফ্যালকনকে। দিনের দ্বিতীয় খেলায় চিটাগাং মাস্টার্স ৪৪ রানের ব্যবধানে জিতে হক্কানি ক্রিকেট ক্লাবের বিপক্ষে।

সকালে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম বলে উইকেট হারালেও সেটিকে দলের জন্য ক্ষতিকর হতে দেননি অপর ওপেনার ও দলীয় অধিনায়ক ফাহাদ বিন হক। তার অনবদ্য ৪৮ বলে ৫ চার ও ৭ ছয়ে সাজানো ৮৪ রানের সুবাদে নির্দিষ্ট ওভারে ১৯৩ রানের বিশাল সংগ্রহ করে। এছাড়া, আসিফের ব্যাট থেকে ৩১, লিপনের ব্যাট থেকে ৩০ এবং তানভির করেন ২৪ রান। হোয়াইট ফ্যালকনের হয়ে জুনায়েদ নেন ২ উইকেট।

জবাবে, হোয়াইট ফ্যালকন পুরো ২০ ওভার ব্যাট করেও ১৩০ রানের বেশি করতে পারেনি। তাদের হয়ে রাজেশ দাশ একাই লড়েছেন। তার ৪৬ বলে করা ৬৩ রানের ইনিংসটি সাজানো ছিল এক হালি চার ও পাঁচ ছয়ে। এমেচারের পক্ষে তানভির নেন ২ উইকেট।

দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে ইকরামের ২৭ বলে ৫০, ইমরান ও রায়হানের ৩০ রান, হারুনের ২৮ এবং শাওনের ২৬ রানের সুবাদে এ পর্যন্ত টুর্নামেন্ট সর্বোচ্চ ২০০ রান করে চিটাগাং মাস্টার্স। হক্কানির রবিন ও আশেক নেন ২টি করে উইকেট।

জবাবে, হক্কানি ১৯.৪ ওভারে ১৫৬ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে দুই ওপেনার আফসার ও রাজু যথাক্রমে ৩৯ ও ৩৮ রান করেন। এছাড়া, গোলাম রসুলের ব্যাট থেকে আসে ১৮ রান। মাস্টার্সের পক্ষে সনি নেন ৪ উইকেট।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন