রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

হঠাৎ ধসে ১৮৯ রানেই গুটিয়ে গেলো দক্ষিণ আফ্রিকা

মেলবোর্ন টেস্ট

দেশ স্পোর্টস ডেস্ক

২৬ ডিসেম্বর ২০২২, ০১:৪৭ অপরাহ্ন

হঠাৎ ধসে ১৮৯ রানেই গুটিয়ে গেলো দক্ষিণ আফ্রিকা

ক্যামেরুন গ্রিন মাত্র ২৭ রান দিয়ে একাই নেন ৫ উইকেট

বল হাতে আগুন ঝরালেন ক্যামেরুন গ্রিন। মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার ডানহাতি এই পেসারের তোপে ১৮৯ রানেই গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস।

টস জিতে প্রথমে প্রোটিয়াদের ব্যাটিংয়ে পাঠায় অসিরা। ব্যাট করতে নেমে শুরুটা দেখেশুনে করেছিল ডিন এলগারের দল। একটা সময় ১ উইকেটে ছিল ৫৮ রান। সেখান থেকে ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে সফরকারিরা।

দলের ঘোর বিপদে হাল ধরেন কাইল ভেরেন আর মার্কো জানসেন। ১১২ রানের জুটি গড়ে বিপদ কাটিয়েই ফেলেছিলেন তারা।

কিন্তু ভেরেন ৬৫তম ওভারে ৫২ রান করে গ্রিনের শিকার হওয়ার পর ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ে প্রোটিয়াদের ইনিংস। পরের ওভারে মার্কো জানসেনকেও (৫৯) তুলে নেন ডানহাতি এই পেসার।

১০ রানে শেষ ৫ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ৬৮.৪ ওভারে প্রোটিয়াদের ইনিংস গুটিয়ে যায় ১৮৯ রানে।

গ্রিন মাত্র ২৭ রান দিয়ে একাই নেন ৫ উইকেট। দুটি উইকেট শিকার মিচেল স্টার্কের।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন