শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪

সহজ জয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে নাদাল

দেশ স্পোর্টস ডেস্ক

০৪ সেপ্টেম্বর ২০২২, ১১:০০ পূর্বাহ্ন

সহজ জয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে নাদাল

ঘনিষ্ঠ বন্ধু রিচার্ড গাসকুয়েটকে ১৮তম বার হারিয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছেন রাফায়েল নাদাল। শনিবার একই দিন বিশ্বের এক নম্বর খেলোয়াড় ইগা শিয়াওটেক টানা দ্বিতীয় বছর শেষ ষোলো নিশ্চিত করেছেন।

গাসকুয়েটের বিপক্ষে এনিয়ে হেড টু হেডে ১৮-০ তে এগিয়ে গেলেন চারবারের চ্যাম্পিয়ন নাদাল। ২৩তম গ্র্যান্ড স্লামের খোঁজে থাকা স্প্যানিশ তারকা ৬-০, ৬-১, ৭-৫ গেমে জিতেছেন। এনিয়ে এই ফরাসি প্রতিপক্ষের বিপক্ষে টানা ৩৪ সেট জিতলেন নাদাল।

অস্ট্রেলিয়ান ও ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়নের পরের রাউন্ডের প্রতিপক্ষ ফ্রাঙ্কেস টিয়াফো। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে পাওয়া আমেরিকান প্রতিপক্ষকে নিয়ে নাদাল বলেন, ‘সে সেরা খেলোয়াড়, দারুণ ক্যারিশমাটিক এবং খুব দ্রুত খেলে।’  

এদিকে নারী এককে শিয়াওটেক ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন লরেন ডেভিসকে। এই বছরের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন শেষ ষোলোতে খেলবেন জুল নিয়েমেইয়ারের বিপক্ষে। 


সর্বশেষ

উপরে নিয়ে চলুন