বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

সাকিব-তামিমের পর বাংলাদেশের আরও ২৬ ক্রিকেটার ড্রাফটে

পিএসএল

ক্রীড়া প্রতিবেদক

১১ নভেম্বর ২০২২, ০৩:১৩ অপরাহ্ন

সাকিব-তামিমের পর বাংলাদেশের আরও ২৬ ক্রিকেটার ড্রাফটে
বিজ্ঞাপন দেশ স্পোর্টস

পাকিস্তান সুপার লিগে (পিএসল) সাকিব-তামিমের নাম ড্রাফটে থাকছে সেটি আগেই জানা গিয়েছিল। শুধু এরা দুজন নন আসছে আসরের জন্য আরও ২৬ জন বাংলাদেশি ক্রিকেটারের নাম রয়েছে ড্রাফটের তালিকায়। সব মিলিয়ে সংখ্যাটি ২০০ থেকে কিছু বেশি।

তালিকায় সর্বোচ্চ সংখ্যক ১৩৯ জন ইংল্যান্ডের ক্রিকেটার পিএসএলে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন। নাম রয়েছে আফগানিস্তানের ৪৩ জন, অস্ট্রেলিয়ার ১৪ জন, আয়ারল্যান্ডের ৯ জন, নিউজিল্যান্ডের ৬ জন, দক্ষিণ আফ্রিকার ২৫ জন, শ্রীলঙ্কার ৬০ জন, ওয়েস্ট ইন্ডিজের ৩৮ জন ও জিম্বাবুয়ের ১১ ক্রিকেটারের।

গতকাল ক্রিকেটারদের সংখ্যা প্রকাশ করলেও ড্রাফটের পূর্ণাঙ্গ নামের তালিকা প্রকাশ করেনি পিএসএল কতৃপক্ষ। যদিও কয়েকদিন আগে বেশ কিছু তারকা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছিল পাকিস্তান সুপার লিগ কর্তৃপক্ষ। সেখানে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সেখানে ছিলেন সাকিব আল হাসান।

এছাড়া ছিলেন তামিম ইকবাল, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, শেখ মেহেদী হাসান ও এবাদত হোসেন। অন্যান্য বিদেশি ক্রিকেটারদের মধ্যে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দাসুন শানাকা।

দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, ইংল্যান্ডের ডেভিড ম্যালান ও রিস টপলি এবং ওয়েস্ট ইন্ডিজের ওডিন স্মিথ আছেন আগামী পিএসএলের ড্রাফটে। লিগটি আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা আছে।

বিজ্ঞাপন দেশ স্পোর্টস

সর্বশেষ

উপরে নিয়ে চলুন