শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪

সিকো কর্পোরেট কাপের ফুটবল ফাইনালে চ্যাম্পিয়ন বনফুল গ্রুপ

ক্রীড়া প্রতিবেদক

০২ মার্চ ২০২৪, ১০:০৮ অপরাহ্ন

সিকো কর্পোরেট কাপের ফুটবল ফাইনালে চ্যাম্পিয়ন বনফুল গ্রুপ

জমজমাট লড়াইয়ে সিকো কর্পোরেট কাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। সিকো গ্রুপ এবং বনফুল গ্রুপের হাড্ডাহাড্ডি লড়াইয়ে  বনফুল ৩-০ গোলে জয় পেয়েছে।
 
শনিবার (২ মার্চ) বনফুল এবং সিকো গ্রুপের মধ্যকার ম্যাচে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিলো বনফুল। দুর্দান্ত ডিফেন্স আর দুর্দান্ত সব ট্যাকটিকসে এগিয়ে যাচ্ছি দু'দল। বনফুলের রক্ষণভাগ ভেদ করে কোন গোলই তাদের জালে জড়াতে পারেনি সিকো গ্রুপ। 

দ্বিতীয়ার্ধে আবারও শুরু হয় চোর-পুলিশের খেলা। তবে সব ছাড়িয়ে আবারও বনফুলের এট্যাক সিকোর জালে। দ্বিতীয়ার্ধে আরও ২টি গোল যোগ হয়। যার ফলে ৩-০ তে দাঁড়ায় সমীকরণ। শেষ কিছু মিনিটে সিকো গ্রুপ আর ঘুরে দাঁড়াতে পারেনি। যদিও সর্বাত্মক চেষ্টা ছিলো। সবশেষে ৩-০ তে সমীকরণ শেষ হয়। বনফুল জয় পায়।  

ম্যান অব দ্য ফাইনাল: সাইফুল 
ম্যান অব দ্য টুর্নামেন্ট: জায়নুল (বনফুল)


সর্বশেষ

উপরে নিয়ে চলুন