রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

১৭২ রানেই গুটিয়ে গেল বাংলাদেশের প্রথম ইনিংস

দেশ স্পোর্টস ডেস্ক

০৬ ডিসেম্বর ২০২৩, ০৩:১১ অপরাহ্ন

১৭২ রানেই গুটিয়ে গেল বাংলাদেশের প্রথম ইনিংস

সিলেট টেস্ট জয়ের পর হোম অব ক্রিকেট মিরপুরে এসে খেই হারিয়ে ফেলল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় শেষ টেস্টে টসে জিতে আগে ব্যাট করতে নেমে মাত্র ১৭২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। মিরপুর টেস্টে রীতিমত খাবি খেয়েছে নিউজিল্যান্ডের স্পিনারদের সামনে। ইনিংসের প্রায় পুরোটা সময় কিউই স্পিনত্রয়ীর বিপক্ষে সংগ্রামই করে গিয়েছেন টাইগাররা। মাঝে মুশফিকুর রহিম নিজের খামখেয়ালিপনার কারণে আউট হয়েছেন অবস্ট্র্যাক্ট দ্য ফিল্ডের ফাঁদে পড়ে। 

মুশফিকের ওই এক আউট দিয়ে পুরো বাংলাদেশ ইনিংসের চিত্র চাইলে আঁকা যেতেই পারে। কেউ আউট হয়েছেন বড় শট খেলতে গিয়ে। আবার কেউ ফিরে গিয়েছেন রিভার্স সুইপ খেলার মত সিদ্ধান্ত নিয়ে। এমন খামখেয়ালিপনার দিনে বাংলাদেশ অলআউট হয়েছে ১৭২ রানে। টাইগারদের হয়ে সর্বোচ্চ স্কোরার অবশ্য সেই মুশফিকই। করেছেন ৩৫ রান। আর কিউইদের হয়ে ৩ টি করে উইকেট নিয়েছেন মিচেল স্যান্টনার আর গ্লেন ফিলিপস। 

মিরপুরের হোম অব ক্রিকেটে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। ঘূর্ণিঝড় মিগজিউমের প্রভাবে এদিন শুরু থেকেই খেলা হয়েছিল ফ্লাডলাইটের আলোতে। 


সর্বশেষ

উপরে নিয়ে চলুন