শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

জাতীয় ক্রিকেট লিগ বিশ্বকাপের সময়, ডিসেম্বরে বিসিএল

ক্রীড়া প্রতিবেদক

৩০ জুন ২০২২, ০৯:৫৫ পূর্বাহ্ন

জাতীয় ক্রিকেট লিগ বিশ্বকাপের সময়, ডিসেম্বরে বিসিএল

বাংলাদেশের টেস্ট ক্রিকেট সংস্কৃতি নিয়ে জোর চর্চা চলছে। সাদা পোশাকে একের পর এক হারে রীতিমতো দেওয়ালে পিঠ ঠেকে গেছে বাংলাদেশ দলের। এমন হতশ্রী পারফরম্যান্সের প্রভাব পড়ছে মাঠের বাইরে, বাতাসা কান পাতলেই শোনা যাচ্ছে অন্দরমহলের অস্বস্তির খবর। সাদা পোশাকে এমন ‘কালো’ দিন রঙিন করটা সময়সাপেক্ষ বিষয়। তবে তাৎক্ষণিকভাবে প্রথমশ্রেণীর টুর্নামেন্ট দুটি শুরুর পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।

বাংলাদেশে প্রথম শ্রেণির দুটি টুর্নামেন্ট হয়। একটি এনসিএল (জাতীয় ক্রিকেট লিগ) ও আরেকটি বিসিএল (বাংলাদেশ ক্রিকেট লিগ)। চলতি বছরের শেষে দুইটি টুর্নামেন্টেরই সূচি রেখেছে বিসিবি। আগামী অক্টোবর মাসে শুরু হবে ৮টি বিভাগীয় দলের লড়াই এনসিএল। ডিসেম্বরে হবে ফ্র‍্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট বিসিএল।

প্রথম শ্রেণির ক্রিকেটের নতুন মৌসুমের সূচি অনুযায়ী এনসিএলের পরবর্তী আসর মাঠে গড়াবে আগামী ১ অক্টোবর। একই সময়ে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ চললেও জাতীয় দলের ক্রিকেটারদের দিকে না তাকিয়ে বড় কোনো বিরতি ছাড়া ২২ নভেম্বর শেষ হবে এনসিএলের এবারের পর্ব।

এনসিএল শেষ হতেই এক সপ্তাহ পর মাঠে গড়াবে বিসিএল। ডিসেম্বরের ১ তারিখ শুরু হয়ে এক মাসের এই টুর্নামেন্ট শেষ হবে ৩১ ডিসেম্বর। শেষবারের মতো এবারো বিসিএল হবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে। প্রথম শ্রেণির লিগ আয়োজনের পরপরেই বিসিএলের ওয়ানডে সংস্করণ মাঠে গড়াবে বলে জানা গেছে।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন