নিজস্ব প্রতিবেদক
জুন 28, 2022, 10:01 পূর্বাহ্ন
জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপে আট অঞ্চলের আট চ্যাম্পিয়ন দলকে নিয়ে আগামীকাল শুরু হচ্ছে চুড়ান্ত পর্বের খেলা। পল্টনের আউটার স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
ইতোমধ্যে আট ভেন্যু থেকে ৩৫-৪০ জন ফুটবলার বাছাই করা হয়েছে। এদের বাফুফের এলিট একাডেমিতে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে। এ বছর ১২ মে থেকে ৫১টি দল নিয়ে আটটি জোনে শুরু হয়েছিল জাতীয় স্কুল ফুটবল।
চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন দল পাবে এক লাখ এবং রানার্সআপ দল পাবে ৫০ হাজার টাকা। কিছু খেলা অনুষ্ঠিত হবে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামেও।