সোমবার, ১১ নভেম্বর ২০২৪

অবশেষে জয়ের দেখা পেল ইস্পাহানি, মোহামেডানের পঞ্চম হার

চট্টগ্রাম প্রিমিয়ার

ক্রীড়া প্রতিবেদক

০১ এপ্রিল ২০২৪, ১০:৪৫ অপরাহ্ন

অবশেষে জয়ের দেখা পেল ইস্পাহানি, মোহামেডানের পঞ্চম হার

সিজেকেএস-ইস্পাহানি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এবারের আসরে এতোদিন জয়হীন দল ছিল তিনটি। ছয় নম্বর ম্যাচে এসে অবশেষে প্রথম জয়ের দেখা পেয়ে ইস্পাহানি স্পোর্টিং ক্লাব ছেড়ে এলো 'এতোদিনের সঙ্গী' চট্টগ্রাম সিটি করপোরেশন ও শাহজাহান সংঘকে।  ৬ষ্ঠ ম্যাচে তারা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৩ উইকেটে হারায়; মোহামেডানের এটি পঞ্চম হার।

সোমবার (১ এপ্রিল) চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সকালে টসে জিতে ব্যাট করতে নেমে মোহামেডান  ৩৪.৫ ওভারে ৪ উইকেটে ১৫২ রান সংগ্রহ করলেও পরবর্তী ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতায় কারণে ৫০ ওভারে ১৯৪ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে ইশতিয়াক হোসেন সর্ব্বোচ ৫২ রান এবং  ইশতিয়াক বিন ইদ্রিস ৫০ রান করেন।

ইস্পাহানির মাহিদ আবদুল্লাহ ৩টি এবং নাঈম উদ্দিন ও সাইদুল ইসলাম তুহিন ২টি করে উইকেট নেন।

১৯৫ রানের টার্গেটে ব্যাট করতে মাঠে নেমে মাত্র ২২ রানে ৪ উইকেট হারিয়ে ষষ্ঠ পরাজয় দেখতে পাচ্ছিল ইস্পাহানি এসসি। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে পিনাক ঘোষের অনবদ্য ৮৪ রানের সুবাদে ৪৪.৫ ওভারে ৭ উইকেটে হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ইস্পাহানি। পিনাকের পাশাপাশি অধিনায়ক সুদীপ্ত দেব গুরুত্বপূর্ণ ২৯ রান করেন।

মোহামেডানের শামিম মিয়া ২ উইকেট নেন। এছাড়া,  ইসরাত, আরিফুল, জসিম ও মিজান ১টি করে উইকেট শিকার করেন।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন