বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

আবারও জোড়া হার, নকআউটে যাওয়া হলো না বাংলা টাইগার্সের

ক্রীড়া প্রতিবেদক

২৮ নভেম্বর ২০২৪, ১০:১৫ অপরাহ্ন

আবারও জোড়া হার, নকআউটে যাওয়া হলো না বাংলা টাইগার্সের

বাংলা টাইগার্সের সাথে "জোড়া" শব্দের সখ্যতা যেন অঙ্গাঅঙ্গীভাবে জড়িত। আবুধাবি টি-টেনের অষ্টম আসরে বাংলা টাইগার্স জোড়া হার দিয়ে টুর্নামেন্ট শুরু করে। এরপর তারা জেতেন জোড়া ম্যাচ। "জোড়া" র ধারাবাহিকতা ধরে রেখে এবার তারা হারলো জোড়া ম্যাচ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলা টাইগার্স ৯ উইকেটে হেরে যায় ডেকান গ্ল্যাডিটিয়ের্সের কাছে। 

এদিন, টসে হেরে আগে ব্যাট করতে নেমে কোন ব্যাটারের ব্যাটই হাসেনি। হজরুতুল্লাহ জাজাই, মোহাম্মদ শেহজাদ, দানুস শানাকা, লিয়াম লিভিংস্টোন প্রত্যেকেই ছিলেন ফ্লপ। তাই ইফতেখারের করা ১৯ রানই হয়ে আছে নিজেদের ইনিংস সর্বোচ্চ। সাকিবের ২২ বলে কোন বাউন্ডারি ছাড়া করা ১৫ রান কেবলই আক্ষেপের জন্ম দিয়েছে। ফলে বাংলা টাইগার্স মাত্র ৭২ রানে নিজেদের ইনিংস থামাতে বাধ্য হয়।

টি-টেনে ৭৩ রান যে কোন রান না সেটি ম্যাচের ৫ ওভারেই বুঝিয়ে দিয়েছেন ডেকানের দুই ব্যাটার নিকোলাস পুরান ও জস বাটলার। পুরান ১৩ বলে ৫ ছয়ে অপরাজিত থাকেন ৩৬ রানে। বাটলারের ১ চার, ৩ ছয়ে করা ২৯ রানের ইনিংসটিও ছিল ১৩ বলের।

আগামীকাল (২৯ নভেম্বর) বাংলা টাইগার্সের কোন ম্যাচ নেই। একদিন বিরতির পর (১ ডিসেম্বর) এবারের আসরে নিজেদের সর্বশেষ ম্যাচে  মুখোমুখি হবে ইউপি নওয়াবের সাথে।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন