আবুধাবি টি-১০ লিগের প্লে অফে বাংলা টাইগার্স

ক্রীড়া প্রতিবেদক

০৮ ডিসেম্বর ২০২৩, ০১:০৯ পূর্বাহ্ন

আবুধাবি টি-১০ লিগের প্লে অফে বাংলা টাইগার্স

লিগ পর্বের শেষ ম্যাচে টুর্নামেন্টের চার নম্বর জয় পেয়েও প্লে অফে খেলা নিয়ে নিশ্চিত হতে পারছিল না বাংলা টাইগার্স। তাদের তাকিয়ে থাকতে হয়েছিল টিম আবুধাবির জয়ের দিকে, যারা এর আগে ছয়টি ম্যাচেই হেরেছে। কিন্তু শ্বাসরুদ্ধকর সে ম্যাচে জয় পেয়ে যায় টিম আবুধাবি। ফলে, ৮ পয়েন্ট নিয়ে সরাসরি প্লে অফে উঠে যায় বাংলা টাইগার্স।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) লিগ পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে চেন্নাই ব্রেভসের মুখোমুখি হয় বাংলা টাইগার্স। হারলেই বাদ এমন সমীকরণের ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে দুই লঙ্কান ব্যাটার কুশল মেন্ডিস ও দানুশ শানাকার ব্যাটিং দৃঢ়তায় নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেটে ১২৬ রান করে। মেন্ডিস ও শানাকা দুজনেই সমান ১৫টি করে বল খেলে যথাক্রমে ৩২ ও ৩৪ রান করে। 

এছাড়া, রবিন উথাপ্পা ২০ এবং দলনেতা বেনি হৌল মাত্র ৩ বলে ১৬ রান করেন।

জবাবে, অধিনায়ক আশালঙ্কার ৫৫ রানের পরও চেন্নাই ব্রেভস ৯৯ রানের বেশি করতে পারেনি।

নিজেদের জয়ের পর বাংলা টাইগার্সের কাছে সমান গুরুত্বপূর্ণ ছিল পরবর্তী ম্যাচে টিম আবুধাবির জয়। তাতে শেষ বলের নাটকীয়তায় টিম আবুধাবির জয়ে প্লে অফের দরজা খুলে যায় বাংলা টাইগার্সের সামনে।

শুক্রবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৮ টায় প্লে অফের দ্বিতীয় ম্যাচে (এলিমিনেটর) ডেকান গ্ল্যাডিয়েটর্সের মুখোমুখি হবে বাংলা টাইগার্স। 

গ্রুপ পর্বে এ দু'দলের দেখায় জয় পেয়েছিল বাংলা টাইগার্স।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন