চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ও ইস্পাহানি গ্রুপের পৃষ্ঠপোষকতায় বহুল প্রতীক্ষিত ইস্পাহানি মাস্টার্স টি-২০ ক্রিকেট ২০২৫ এর পঞ্চম আসর
চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে।
শুক্রবার (৯ মে) সকালে উৎসবমুখর পরিবেশে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট শাহীন আফতাব রেজা চৌধুরী।
অনুপ্রেরণাদায়ী প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, “চট্টগ্রাম এক সময় জাতীয় ক্রিকেটের নেতৃত্ব দিত। কিন্তু আজ বিভিন্ন চক্রান্তে পিছিয়ে পড়ছে। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, যাতে এ শহর আবার খেলাধুলার শ্রেষ্ঠত্বে ফিরে আসতে পারে।”
তিনি আরও বলেন, “ক্রিকেট একটি শক্তিশালী মাধ্যম, যা দেশের সীমানা পেরিয়ে পরিচিতি তৈরি করতে পারে। স্বাস্থ্যকর জীবনযাপনে খেলাধুলা ও ব্যায়ামের বিকল্প নেই।”
উদ্বোধনের আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন সাইয়েদ হোসাইন পিচনামাজ (জেনারেল ম্যানেজার, ইস্পাহানি টি ট্রেড, তাসবির হাকিম (ম্যানেজার, টি ট্রেড), আক্কাস উদ্দিন (ব্যবস্থাপনা পরিচালক, আশরিয়া গ্রুপ), সৈয়দ শাহাবুদ্দীন শামীম (সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব), এ কে এম আবদুল হান্নান আকবর, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্ম অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন, সহ সভাপতি সুজিত কুমার রয় তমাল প্রমুখ।
অনুষ্ঠান শেষে অতিথিরা বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
প্রথম দিনের ম্যাচে টান টান উত্তেজনাকর ম্যাচে হাক্কানি ক্রিকেট ক্লাব ও চিটাগাং রয়েলস জয়লাভ করে।