বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

টানা ১৬তম গ্র্যান্ড স্লাম কোয়ার্টার ফাইনালে নাদাল

নিজস্ব প্রতিবেদক

০৫ জুলাই ২০২২, ১১:০২ অপরাহ্ন

টানা ১৬তম গ্র্যান্ড স্লাম কোয়ার্টার ফাইনালে নাদাল

উইম্বলডন টেনিসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন দ্বিতীয় বাছাই স্পেনের রাফায়েল নাদাল। গত রাতে সরাসরি সেটে নাদাল হারিয়েছেন ২১তম বাছাই নেদারল্যান্ডসের বোটিক ফান ডে জান্ডস্কুপকে। তবে প্রথম দুই সেট অনায়াসে জিতলেও, তৃতীয় সেট জিততে ঘাম ঝরাতে হয় নাদালকে।

প্রথম দুই সেট  নাদাল জিতে নিয়েছেন ৬-৪ ও ৬-২ গেমে।

তৃতীয় সেটটি টাইব্রেকারে গড়ায়। সেখানে ৭-৬ (৮-৬) গেমে জেতেন নাদাল। ম্যাচ শেষে নাদাল বলেন, 'জয়ের ব্যাপারে অনেক বেশি আত্মবিশ্বাসী ছিলাম। কিন্তু শেষ সেটে দারুণ লড়াই করে জান্ডস্কুপ। তবে আমি হাল ছাড়িনি। জয় পেতে মরিয়া ছিলাম। শেষ পর্যন্ত তাই হয়েছে। এখন লক্ষ্য পরের ম্যাচ। '

উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে নাদালের প্রতিপক্ষ ১১তম বাছাই আমেরিকার টেলর ফ্রিৎজে। আগামীকাল শেষ আটের ম্যাচে লড়বেন বছরের প্রথম দুই গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেন জয় করা নাদাল।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন