মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

বান্ধবী ফোন চেক করায় বিপাকে ম্যানসিটি মিডফিল্ডার!

ইউরোপের ফুটবল

নিজস্ব প্রতিবেদক

২৭ জুন ২০২২, ১২:৩৮ অপরাহ্ন

বান্ধবী ফোন চেক করায় বিপাকে ম্যানসিটি মিডফিল্ডার!

পরিবার সহ ছুটি কাটাতে করফু বিচ রিসোর্টে গিয়েছিলেন ম্যানচেস্টার সিটির তরুণ ইংলিশ মিডফিল্ডার ফিল ফোডেন। বান্ধবী রেবেকা কুকের সঙ্গে ফোডেনের বাবা-মাও ছিলেন সেই প্রমোদ ভ্রমণে। অথচ সেখানেই ঘটল অনাকাঙ্ক্ষিত ঘটনা। ফোডেনের ফোন চেক করে ‘অজ্ঞাত’ কারণে ফোডেনের ওপর ইচ্ছেমতো চেঁচিয়েছেন তার বান্ধবী। অবস্থা এতটাই বেগতিক হয়ে গিয়েছিল যে, বিচ কর্তৃপক্ষ শেষতক তাদের সেখান থেকে তাড়িয়ে দেয়!

ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফোডেন তার ফোন পারে রেখে কিছু সময়ের জন্য সমুদ্র স্নান করতে গিয়েছিলেন, আর তখনই বান্ধবী রেবেকা তার ফোন চেক করেন। ফোনে এমন কিছু দেখে ফেলেন ফোডেনের বান্ধবী যে এরপর আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি তিনি।

অশ্রাব্য ভাষায় কিছু মন্তব্য করার এক পর্যায়ে রেবেকা ফোডেনের উদ্দেশে বলেন, ‘এজন্যই তোমাকে নিয়ে কোথাও যাওয়া যায় না।’ প্রায় পাঁচ মিনিট বান্ধবীর বকাঝকা শুনলেও ফোডেন এসময় কোনো উচ্চবাচ্য করেননি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ফোডেন এবং রেবেকা দুজনই টিনএজ বয়স থেকেই সম্পর্কে জড়িয়েছেন, তাদের দুটি সন্তানও রয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, এর আগেও নারীঘটিত কারণে আলোচনায় এসেছেন ফোডেন। সেখানকার এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, এবারের ঘটনাটিও নারীঘটিত, ‘ফোডেন অন্যদের সঙ্গে ছবি তুলছিল না, তবে যখনই কোনো মেয়ে তার কাছে ছবির আবদার করছিল, তখনই পরিস্থিতি বদলে যাচ্ছিল।’


সর্বশেষ

উপরে নিয়ে চলুন