রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

ইয়াসিন চৌধুরীর হাত ধরে গ্লোবাল টি-টোয়েন্টি লিগে বাংলা টাইগার্স

আরিফুল হক

২৪ জুন ২০২৪, ০৫:৩৯ অপরাহ্ন

ইয়াসিন চৌধুরীর হাত ধরে গ্লোবাল টি-টোয়েন্টি লিগে বাংলা টাইগার্স

চট্টগ্রামের ক্রিকেট দিয়ে ক্রীড়াঙ্গনে যাত্রা শুরু হয়েছিল এফএমসি গ্রুপের। পরে দেশের গণ্ডি পেরিয়ে তারা মরুর বুকে উড়ায় বাংলাদেশের লাল-সবুজ পতাকা। বাংলা টাইগার্স নামে আবুধাবি টি-১০ লিগে দারুণ দল গড়ে সফলতার সাথে অংশ নিয়ে আসছে বাংলা টাইগার্স। এবার লাল সবুজের পতাকা পাড়ি জমাচ্ছে আটলান্টিকের ওই পারে কানাডায়। সেখানকার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে বাংলা টাইগার্স প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলা টাইগার্স মিসিসিগা নামে। আর এসব কিছুর পেছনে রয়েছেন চট্টগ্রামের সন্তান, ক্রীড়া সংগঠক, এফএমসি গ্রুপের কর্ণধার মোহাম্মদ ইয়াসিন চৌধুরী।

এরই মধ্যে সাজিয়ে নিয়েছেন দলও। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সাথে দেশের প্রতিনিধি হিসেবে থাকছেন শরিফুল ইসলাম। দল গঠন নিয়ে ইয়াসিন চৌধুরী জানালেন,  ‘আমাদের দর্শন সবসময় একটি নিখুঁত ভারসাম্যপূর্ণ দল গঠন করা। তাই আমাদের দলে তরুণ প্রতিভার পাশাপাশি অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয় ঘটিয়েছি। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, ডেভিড উইসের মতো বিশ্বখ্যাত তারকাদের সাথে আফগান সেনসেশান রাহমানুল্লাহ গুরবাজ, পাকিস্তানি তারকার ব্যাটার ইফতিখার আহমেদকে আমরা দলভুক্ত করেছি। পাশাপাশি স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের মধ্য থেকে পরগত সিং এবং ডিলন হেইলিগারকে দলে ভিড়িয়েছি।’

কানাডায় বাংলা টাইগার্সের যাত্রা নিয়ে ইয়াসিন চৌধুরী বলেন, ‘আমরা বিশ্বাস করি বাংলা টাইগার্স দলটি ক্রিকেটের বিশ্ব চেতনার সত্যিকারের প্রতিফলন এবং খেলার উন্নয়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ক্রিকেটের ডেপলাপমেন্টের জন্য এর শেকড়ে কাজ করতে হবে।’ তিনি আরও যুক্ত করেন, ‘আমরা বাংলাদেশের পর সংযুক্ত আরব আমিরাতে সাফল্যের দেখা পেয়েছি। এখন আরও বড় পরিসরে আমরা কানাডায় পা রাখতে যাচ্ছি, একটি দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে যাওয়ার লক্ষ্যে।’

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি আমাদের এই নতুন যাত্রা হয়ে উঠবে কানাডার ক্রিকেটের ঐক্য ও আবেগের প্রতীক, গর্জে উঠুক বাংলা টাইগার্স মিসিসাগা।’

এরই মধ্যে সম্পন্ন হয়েছে হয়েছে গ্লোবাল টি-টোয়েন্টি লীগের প্লেয়ার্স ড্রাফট। রিশাদ হোসেনের মতো প্রথমবারের মতো কানাডার ক্রিকেট টুর্নামেন্টটিতে ডাক পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিনও। গ্লোবাল টি-টোয়েন্টি লীগে রিশাদ খেলবেন টরন্টো ন্যাশনালসে। সাইফউদ্দিন খেলবেন মন্ট্রিল টাইগার্সে। এছাড়া সাকিব আল হাসান ও শরীফুল ইসলাম দুজনই ডাক পেয়েছেন বাংলা টাইগার্স মিসিসাউগায়।

গত বছর গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলেন সাকিব আল হাসান ও লিটন ‍কুমার দাস। টুর্নামেন্টটির তৃতীয় আসরে মন্ট্রিল টাইগার্সে ছিলেন সাকিব। ছন্দহীনতায় এবার দলই পাননি গত আসরে সারে জ্যাগুয়ার্সে খেলা লিটন।

আগামী ২৫ জুলাই শুরু হয়ে ১১ আগস্ট পর্যন্ত চলবে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লীগের চতুর্থ আসর।

ডিএস/এএইচ


সর্বশেষ

উপরে নিয়ে চলুন