শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪

এশিয়া কাপ, এক নজরে দেখে নিন ৬ দলের স্কোয়াড

দেশ স্পোর্টস ডেস্ক

২৫ আগস্ট ২০২২, ০৭:১৮ অপরাহ্ন

এশিয়া কাপ, এক নজরে দেখে নিন ৬ দলের স্কোয়াড

আগস্টের ২৭ তারিখে পর্দা উঠছে মহাদেশীয় শ্রেষ্ঠত্ব প্রমাণের আসর এশিয়া কাপ। এশিয়ান ক্রিকেটের এই সর্ববৃহৎ আসরে অংশগ্রহণ করছে ৬টি দেশ। এশিয়ার পাঁচটি টেস্টখেলুড়ে দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তানের সঙ্গে টুর্নামেন্টে অংশ নিচ্ছে আইসিসির সহযোগী দেশ হংকং। ১১ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।

এশিয়া কাপের এবারের আসরে বেশির ভাগ দলের শক্তি কাছাকাছি হওয়ায় অন্যবারের তুলনায় জমজমাট আসরের আশা করা হচ্ছে। তবে আসর শুরুর আগেই ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা হারিয়েছে তাদের প্রধান বোলারকে। ইনজুরিতে ছিটকে গেছেন ভারতের জাশপ্রিত বুমরাহ, পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ও শ্রীলঙ্কার দুষ্মন্ত চামিরা। ইনজুরি আঘাত হেনেছে বাংলাদেশ দলেও। লিটন দাস, নুরুল হাসান সোহান, হাসান মাহমুদ ও ইয়াসির রাব্বির মতো গুরুত্বপূর্ণ সদস্যদের দলে পাচ্ছে না বাংলাদেশ।

এক নজরে এবারের এশিয়া কাপে অংশগ্রহণকারী ৬ দেশের স্কোয়াড দেখে নেয়া যাক-

গ্রুপ-এ

ভারত:

রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশভ পন্থ, দীপক হুদা, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দন অশ্বিন, যুঝবেন্দ্র চাহল, রবি বিষ্ণই, ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং, আভেশ খান।

পাকিস্তান:

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহনেওয়াজ ধানি, উসমান কাদির, মোহাম্মদ হাসনাইন।

হংকং:

নিজাকাত খান (অধিনায়ক), কিঞ্চিৎ শাহ, জিশান আলি, হারুন আরশাদ, বাবর হায়াত, আফতাব হুসেন, আতিক ইকবাল, আইজাজ খান, এহসান খান, স্কট ম্যাকেচেনি (উইকেটকিপার), ঘাজানফার মোহাম্মদ, ইয়াসিম মুর্তজা, ধনাঞ্জয়া রাও, ওয়াজিদ শাহ, আয়ুশ শুক্লা, আহ্বান ত্রিবেদি, মোহাম্মদ ওয়াহেদ।

গ্রুপ-বি

আফগানিস্তান:

মোহাম্মদ নবী (অধিনায়ক), নাজিবুল্লাহ জদরান, আফসার জাজাই, আজমতউল্লাহ ওমরজাই, ফরিদ আহমেদ মালিক, ফজল হক ফারুকি, হাসমতউল্লাহ শহিদি, হজরতউল্লাহ জাজাই, ইবরাহিম জদরান, করিম জানাত, মুজিব উর রহমান, নাজিবুল্লাহ জদরান, নাভিন উল হক, নুর আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান, সামিউল্লাহ শেনওয়ারি।

বাংলাদেশ:

সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, শেখ মাহেদী হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ।

শ্রীলঙ্কা:

দাশুন শানাক (অধিনায়ক), ধানুশাকা গুনাথিলাকা, পথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস,  চারিথ আসালাঙ্কা, বানুকা রাজাপক্ষ, আশেন বান্দারা, ধনঞ্জয়া ডি সিলভা,ওয়ানিদু হাসারাঙ্গা, মহেশ থেকশানা, জেফরি ভান্ডারসে, প্রবীণ জয়াউইক্রেমা, নুয়ান থুশারা, বিনুরা ফার্নেন্দো, চামিকা করুনারত্নে, দিলশান মধুশঙ্কা, মাতিশা পাথিরানা, দিনেশ চান্দিমাল, নুয়ান্দু ফার্নেন্দো ও কাসুন রাজিথা।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন