বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

চকরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপের কোয়ার্টার ফাইনালে বরইতলী

আনিসুল ইসলাম ফারুকী, চকরিয়া থেকে

২৯ জুন ২০২৪, ০৮:২৬ অপরাহ্ন

চকরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপের কোয়ার্টার ফাইনালে বরইতলী

কক্সবাজারের চকরিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে বরইতলী ইউনিয়ন। 

শনিবার (২৯ জুন) চকরিয়া শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বরইতলী ইউনিয়ন টাইব্রেকারে ৪-২ গোলে সাহারবিল ইউনিয়নকে পরাজিত করে। নির্ধারিত সময় গোলশূন্য ড্র থাকলে খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে বরইতলীর হয়ে শট নেয়া ৪ জনই গোল করতে পারলেও সাহারবিলের ২ জন গোল করতে পারেননি। খেলায় ম্যাচ সেরা হন বরইতলী ইউনিয়নের রাকিব উদ্দিন।

বরইতলী ইউনিয়ন একাদশের সাথে কোচ হিসেবে রয়েছেন আব্দুল্লাহ আল মামুন, সহকারী কোচ তারেক মিয়া এবং ম্যানেজার হিসেবে রয়েছেন মোহাম্মদ এরশাদ।

এদিন বরইতলী ইউনিয়ন একাদশকে উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন বরইতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছালেকুজ্জামান, ৫ নম্বর ওয়ার্ড সদস্য আলমগীর হোসাইন, ১ নম্বর ওয়ার্ড সদস্য এনামুল হক, বরইতলী বিশিষ্ট সংগঠক আনিসুল ইসলাম ফারুকী, বরইতলী প্রবাসী সমিতির সাধারণ সম্পাদক হাসান মোহাম্মদ রিয়াদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে গত ২৬ জুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন   হয়েছে। 

চকরিয়া শেখ রাসেল মিনি স্টেডিয়ামে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ফজলুল করিম সাঈদী।

বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে চকরিয়া পরিষদের ভাইস -চেয়ারম্যান বেলাল উদ্দিন শান্ত, চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, চকরিয়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার মনজুর মোর্শেদ, চকরিয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মাসউদ মোর্শেদ, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম. জাহেদ চৌধুরী, চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুল আবছার ও যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, টুর্নামেন্টটি অনুর্ধ্ব – ১৭ বালক-বালিকাদের নিয়ে উপজেলা পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায়ে গিয়ে শেষ হয়।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন