চট্টগ্রামের বাছাইকরা ২০টি ক্রিকেট একাডেমি নিয়ে প্রায় তিন মাস আগে শুরু হওয়া মেয়র একাডেমি কাপ অনূর্ধ্ব-১৮ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ইস্পাহানি ক্রিকেট একাডেমি।
রোববার (১৭ আগস্ট) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৯ উইকেটের বড় ব্যবধানে হারায় ব্রাদার্স ক্রিকেট একাডেমিকে।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১০৯ রান করতে পারে ব্রাদার্স ক্রিকেট একাডেমি। দলের হয়ে জুনায়েদ তামিম সর্বোচ্চ ২০ রান করেন।
ইস্পাহানি একাডেমির সাইমন ৪ ওভারে ১৭ রান খরচায় নেন ৪ উইকেট। এছাড়া তাহিবুল ইসলাম ২ উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে ইস্পাহানি ক্রিকেট একাডেমি সহজ জয় তুলে নেয় ১১.২ ওভারেই।
তাদের ওপেনার নীলাচল বড়ুয়া বিস্ফোরক ইনিংস খেলেন। তিনি ৪৩ বলে অপরাজিত ৭৩ রান করেন, যার মধ্যে ছিল ৩টি চার ও ৭টি ছক্কা। এছাড়া, অধিনায়ক মো. নূর অপরাজিত থাকেন ২৬ রানে। অন্যদিকে সাজ্জাদ ইশাম ১১ রান করে আউট হন।
ফাইনালে ম্যাচসেরা নির্বাচিত হন নীলাচল বড়ুয়া। তার হাতে পুরষ্কার তুলে দেন টুর্নামেন্ট কমিটির সম্পাদক আব্দুল হান্নান আকবর।
টুর্নামেন্টের সেরা ব্যাটার ইস্পাহানি ক্রিকেট একাডেমির মো. নূরকে ব্যক্তিগত পুরষ্কার হিসেবে একটি ক্রিকেট ব্যাট তুলে দেন প্রধান অতিথি ডা. শাহাদাত হোসেন। একইসাথে টুর্নামেন্টের সেরা বোলার সিএস ক্রিকেট একাডেমির ফাহমিদুলকে পুরস্কৃত করেন তিনি।
টুর্নামেন্টের ২ সেমিফাইনালের ম্যাচ সেরাদের হাতে পুরষ্কার তুলে দেন সিজেকেএস ক্লাব সমিতির সহ সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম।
সিনিয়র আম্পায়ার আরিফুল হকের উপস্থাপনায় ফাইনাল পরবর্তী পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
টুর্নামেন্ট কমিটির সভাপতি সিজেকেএস ক্লাব সমিতির সভাপতি অ্যাড. শাহীন আফতাবুর রেজা চৌধুরী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
এই সময় সিজেকেএস ক্লাব সমিতির বিভিন্ন কর্মকর্তা, সিজেকেএস কাউন্সিলর, আম্পায়ার এসোসিয়েশনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ট্রফি ও ব্যক্তিগত মেডেল পুরষ্কার তুলে দেন।