বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

চট্টগ্রাম প্রথম বিভাগ ফুটবল লিগ মাঠে গড়াচ্ছে ২৬ অক্টোবর

ক্রীড়া প্রতিবেদক

২৪ অক্টোবর ২০২২, ০৪:৪৬ অপরাহ্ন

চট্টগ্রাম প্রথম বিভাগ ফুটবল লিগ মাঠে গড়াচ্ছে ২৬ অক্টোবর

চট্টগ্রাম জেলা পুলিশ এবং কিষোয়ান স্পোর্টিং ক্লাবের মধ্যকার খেলা দিয়ে আগামী ২৬ অক্টোবর চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম প্রথম বিভাগ ফুটবল লিগ। 

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে এবং অনুপ বিশ্বাস এন্ড ব্রাদার্স এর পৃষ্ঠপোষকতায় এবারের লিগ শুরু হতে যাচ্ছে। এ লিগের উদ্বোধন করবেন সাবেক সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। 

লিগে অংশ নেয়া দশটি দল হচ্ছে- চট্টগ্রাম জেলা পুলিশ, পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা, কর্ণফুলী ক্লাব, কল্লোল সংঘ, আগ্রাবাদ নওজোয়ান ক্লাব, রাইজিং স্টার ক্লাব, বাকলিয়া একাদশ, বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স, ফিরিঙ্গি বাজার লাকি স্টার ক্লাব এবং কিষোয়ান স্পোর্টিং ক্লাব। 

সরাসরি লিগ পদ্ধতিতে ৪৫টি খেলার জন্য বাজেট ধরা হয়েছে ৮ লক্ষ টাকা। 

প্রথম বিভাগ লিগ শুরুর আগে সোমবার (২৪ অক্টোবর) সাংবাদিক সম্মেলন করে সিজেকেএস ও সিডিএফএ। সিডিএফএ সভাপতি এসএম শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য প্রদান করেন সিডিএফএ সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল। 

এসময় উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী অনুপ বিশ্বাস, সিজেকেএস সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, সিডিএফএ সহ-সভাপতি নজরুল ইসলাম লেদু, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিডিএফএ কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান, সিজেকেএস নির্বাহী সদস্য আবুল হাসেম, সিডিএফএ নির্বাহী সদস্য কাজী মো. জসিম উদ্দিন, আব্দুল হান্নান মিরন, যুগ্ম সম্পাদক ইয়াছির আরাফাত, সিজেকেএস ফুটবল কমিটির যুগ্ম সম্পাদক আকতারুজ্জামান, কাউন্সিলর রায়হান উদ্দিন রুবেল, আলী হাসান রাজু প্রমুখ। 

এসডি


সর্বশেষ

উপরে নিয়ে চলুন