চট্টগ্রাম প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গত আসরের রানার্স আপ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি চলতি আসরও শুরু করেছিল দুর্দান্তভাবে। প্রথম পাঁচ রাউন্ডে তুলে নিয়েছিল একের পর এক জয়। কিন্তু ষষ্ঠ রাউন্ডে এসে তাদের জয়রথ থামিয়ে দিল পাইরেটস অফ চিটাগাং।
শুক্রবার (২৯ মার্চ) চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে লিগে তারা ১১ রানে হেরে যায় পাইরেটসের কাছে। ফলে বন্দর ক্রীড়া সমিতির প্রথম পরাজয়ের দিনে তৃতীয় জয়ের দেখা পেয়েছে লিগের অন্যতম বিগ বাজেটের দল পাইরেটস।
চট্টগ্রাম বন্দরের হারের ফলে লিগ শিরোপা লড়াইয়ে চট্টগ্রাম আবাহনী, মুক্তিযোদ্ধা কেসি লাল ছাড়া এখনো পর্যন্ত আর কোন দলই অপরাজিত রইলো না।
এর আগে সকালে টসে জিতে পাইরেটস অব চিটাগাং প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২২৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাদ্দাম হোসেন সর্ব্বোচ ৫৩ রান করেন। এছাড়া, ওমর হাসানও দেখা পান অর্ধশতকের (৫০ রান)। শাহাদা হৃদয়ের ব্যাট থেকে আসে ৩২ রান।
বন্দরের তন্ময় পাটোয়ারী নেন ৩ উইকেট।
জয়ের জন্য ২২৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাইরেটসের বাঁহাতি পেসার সাজিদ আবদুল্লাহর তোপের মুখে পড়ে চট্টগ্রাম বন্দর। ফলে নিয়মিত বিরতিতে উইকেট হারানো বন্দর ৪৯.৩ ওভারর ২১৬ রানে অলআউট হয়ে যায়। বন্দরের পক্ষে তন্ময় পাটোয়ারী ৩৫ ও হাবিবুল্লাহ নিশাদ ৩২ রান করেন।
বল হাতে ৩৬ রানে ৪ উইকেট নেন পাইরেটস অব চিটাগাং এর সাজিদ আবদুল্লাহ।