বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়াং টাইগার্স অনূর্ধ্ব–১৮ ক্রিকেট টুর্নামেন্টের চট্টগ্রাম ভেন্যুতে বড় জয় পেয়েছে নোয়াখালী ও কক্সবাজার জেলা। অন্যদিকে চাঁদপুর ভেন্যুতে ২১ রানে ব্রাহ্মণবাড়িয়োকে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে চট্টগ্রাম জেলা দল।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম ও সাগরিকাস্থ মহিলা কমপ্লেক্স মাঠে শুরু হয় চট্টগ্রাম ভেন্যুর খেলা।
সাগরিকাস্থ মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের চট্টগ্রাম অঞ্চলের প্রথম ম্যাচে কক্সবাজার জেলা দল ১২৫ রানের বিশাল ব্যবধানে রাঙামাটি জেলা দলকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে কক্সবাজার জেরা দল ৪৭.২ ওভারে ২১৫ রান করে অল আউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করে নাবিল হাসান। এছাড়া মহিবুর ২০, কামরুল ৩৫, তাসনিমুল ১০, মিকাত ১০ এবং ইব্রাহিম ১৯ বলে করে ২০ রান। রাঙামাটি জেলা দলের পক্ষে ৪ উইকেট নেন আবরারুল। ৩ উইকেট নিয়েছেন রাফিদুল কাদের। জবাবে রাঙামাটি জেলা দল ২৬.২ ওভারে ৯০ রান করে অল আউট হয়। দলের পক্ষে নজরুল ৪১ আর রিহাদ ২২* রান ছাড়া বাকি কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। দলের পাঁচজন ব্যাটার আউট হয়েছে শূন্য রানে। কক্সবাজার জেলা দলের পক্ষে জয়নাল আবেদীন ৩টি উইকেট নিয়েছে মাত্র ৭ রানে। ২টি করে উইকেট নিয়েছে এয়াছিন এবং আহনাফ।
চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে নোয়াখালী জেলা দল ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় খাগড়াছড়ি জেলা দলকে। খাগড়াছড়ি আগে ব্যাট করতে নেমে মাত্র ৯৮ রানে গুঁটিয়ে যায়। দলের পক্ষে শাখাওয়াত সর্বোচ্চ ২৫ রান করেন। এছাড়া, সুজন ১৯ এবং আবির ১৭ রান করেন। নোয়াখালীর হয়ে আহমেদ ও ইমতিয়াজ নেন ৩টি করে উইকেট। জবাবে নোয়াখালী জেলা মাত্র ২ উইকেট হারিয়ে জয় পেয়ে যায়। দলের পক্ষে ইমরান ৩৭ এবং সাবিত ৩১ রানে অপরাজিত থাকেন।
অন্যদিকে, চাঁদপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম জেলা দল ২১ রানে ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের বিপক্ষে কষ্টার্জিত জয় পায়। দলের ব্যাটাররা রান খরায় ভোগলেও বোলাররা দুর্দান্ত বল করার ফলে জয় পেয়েছে চট্টগ্রাম জেলা দল।
টসে জিতে ব্যাট করতে নামা চট্টগ্রাম জেলা দল ৪৩.৪ ওভারে ১৫৯ রানে অল আউট হয় চট্টগ্রাম । দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করে আফ্রিদি। ৫টি চার এবং একটি ছক্কায় সাজানো ছিল তার ইনিংসটি। এছাড়া প্রিয়ম ২১ এবং ফারহান ১৫ রান ছাড়া বাকি কেউই দুই অংকের ঘরে যেতে পারেননি। ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন তারেক, রিফাত, আবির এবং নায়িফ। ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্রাহ্মণবাড়িয়া দল চট্টগ্রাম জেলা দলের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এর মুখে পড়ে ৪৫.১ ওভারে ১৩৮ রান করে অল আউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করে হাসান। এছাড়া সাদমান ২৩, আপন ১০, শিমুল ২৪ এবং তারেন করে ১৪ রান। চট্টগ্রাম জেলা দলেল পক্ষে ২০ রানে ৩টি উইকেট নিয়েছে সামি। এছাড়া ২টি করে উইকেট নিয়েছে ইব্রাহিম এবং আফ্রিদি।
এদিকে চট্টগ্রাম ভেন্যুর খেলা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিসিবির পরিচালক এবং মেডিকেল কমিটির চেয়ারম্যান মনজুর আলম মঞ্জু। বিসিবি এক্সিকিউটিভ শাহীন হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ক্রিকেটার আজম ইকবাল, চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার ফজলে বারী খান রুবেল, সিজেকেএস এর সাবেক ক্রিকেট সম্পাদক আবদুল হান্নান আকবর, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কিউরেটর জাহিদ রেজা বাবু, বিসিবির বিভাগীয় কোচ মোমনিুল হক, জেলা কোচ মাহবুবুল করিম মিঠু, সাবেক জেলা দলের ক্রিকেটার আবু শামা বিপ্লব, কক্সবাজার জেলা কোচ আশরাফুল আজিজ সুজন, কুমিল্লা জেলা কোচ হাবিব মোবাল্লেগ জেমস সহ অংশ গ্রহণকারী দলের কর্মকর্তাবৃন্দ।