রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

চ্যাম্পিয়ন্স লিগ ঘিরে ইস্তাম্বুলজুড়ে ব্যস্ততা

দেশ স্পোর্টস ডেস্ক

২২ আগস্ট ২০২২, ০৯:২০ অপরাহ্ন

চ্যাম্পিয়ন্স লিগ ঘিরে ইস্তাম্বুলজুড়ে ব্যস্ততা

তুরস্ক ফুটবল ফেডারেশন ইস্তাম্বুলের প্রাণ কেন্দ্র থেকে অনেক দূরে। এক প্রান্তের শেষ বিন্দুতে তুরস্ক ফুটবল ফেডারেশন। সেখানে এখন রাজ্যের ব্যস্ততা। ২৫ আগস্ট ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগের ড্র। 

ইউরোপ তো বটেই গোটা বিশ্বের নজর থাকে চ্যাম্পিয়ন্স লিগের ড্রতে। ইভেন্টটি উয়েফার হলেও আয়োজক হিসেবে তুরস্ক ফুটবল ফেডারেশনেরও ব্যস্ততা অনেক। ইউরোপের শীর্ষ ফুটবল ব্যক্তিত্বরা ড্রকে সামনে রেখে ইতোমধ্যে ইস্তাম্বুল আসছেন৷ 

তুরস্ক ফুটবল ফেডারেশনের মিডিয়া ম্যানেজার তুর্কার তুজার বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগের ড্রয়ের স্বাগতিক হওয়া দারুণ ব্যাপার। আমরা উয়েফার সঙ্গে গত এক সপ্তাহ ঘনিষ্ঠভাবে কাজ করছি। আশা করি সুন্দর এক ড্র অনুষ্ঠান হবে।’ 

ড্র অনুষ্ঠানেই নয়, এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও হবে ইস্তাম্বুলের অলিম্পিক স্টেডিয়ামে। ৮০ হাজার আসন বিশিষ্ট এই স্টেডিয়ামে আগামী বছর ইউরোপের ক্লাবের শ্রেষ্ঠত্বের ম্যাচ হবে। ২০০৫ সালে ইস্তাম্বুলে এসি মিলান ও লিভারপুল ফাইনাল খেলেছিল। সেই ফাইনালে লিভারপুল ০-৩ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ট্রফি জিতেছিল৷ 


সর্বশেষ

উপরে নিয়ে চলুন