বৃহস্পতিবার, ৯ মে ২০২৪

জিম্বাবুয়ে সিরিজে আর খেলতে পারবেন না লিটন

স্পোর্টস ডেস্ক

০৫ আগস্ট ২০২২, ১০:১৯ অপরাহ্ন

জিম্বাবুয়ে সিরিজে আর খেলতে পারবেন না লিটন

এশিয়া কাপে খেলা নিয়েও শঙ্কা আছে লিটনের

এ ম্যাচে আর ব্যাটিং বা ফিল্ডিং করতে নামবেন না, এটা জানা গিয়েছিল আগেই। জিম্বাবুয়ের বিপক্ষে আজ প্রথম ওয়ানডে শেষ হওয়ার আগেই খবর এসেছে, হ্যামস্ট্রিংয়ের চোট পাওয়া লিটন দাস তিন ম্যাচের সিরিজ থেকেই ছিটকে পড়েছেন। শঙ্কা আছে তাঁর এশিয়া কাপে খেলা নিয়েও।

ব্যাটিংটা বেশ ভালোই করছিলেন লিটন। কিন্তু ৮৯ বলে ৮১ রান করে হঠাৎই হ্যামস্ট্রিংয়ে চোট পেলেন। ব্যাটিংটা আর করতেই পারলেন না। মাঠ থেকে উঠে গেলেন। তাঁকে মাঠ ছাড়তে হয়েছে স্ট্রেচারে করে। হারারে থেকে প্রথম খবর আসে, এই ম্যাচে আর ব্যাটিংয়ে নামতে পারবেন না বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান।

পরে বিসিবির একটি সূত্র জানিয়েছে, এ ম্যাচে তো নয়ই, ওয়ানডে সিরিজেই আর খেলা হবে না লিটনের। এমনকি এশিয়া কাপেও না খেলা হতে পারে তাঁর। আরও ডাক্তারি পরীক্ষার পরই অবশ্য জানা যাবে, আসলে কত দিন মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।

একটি সিঙ্গেল নেওয়ার জন্য ছুটছিলেন লিটন। ক্রিজে পৌঁছানোর আগেই ব্যথা অনুভব করেন। আর উঠেই দাঁড়াতে পারলেন না। ওয়ানডে ক্যারিয়ারের ১৫তম ফিফটি করে দলের রানের গতি বাড়ানোর দিকে মনোযোগী হয়েছিলেন লিটন। ৭৫ বলে ফিফটি করার পরের ১৪ বলে করেছেন ৩১ রান।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন