বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

জিম-অ্যাফ্রো টি-টেন লিগে একঝাঁক তারকার মেলা বাংলা টাইগার্সে

ক্রীড়া প্রতিবেদক

০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২১ অপরাহ্ন

জিম-অ্যাফ্রো টি-টেন লিগে একঝাঁক তারকার মেলা বাংলা টাইগার্সে

জিম আফ্রো টি-১০ লিগে ড্রাফটের আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর আইকন ও গ্লোবাল সুপারস্টার ক্যাটাগরিতে খেলোয়াড় নেওয়ার সুযোগ পায়। সেই সুযোগকে কাজে লাগিয়ে জোবার্গ বাংলা টাইগার্সের ডেরায় ভিড়িয়েছিলেন কুশাল পেরেরা, হজরতুল্লাজ জাযাই, ক্রিস লিন, লুক উড, আসালঙ্কা, এডাম মিল্ন, করিম জানাতের মতো তারকাদের।

এবার রোববারের নির্ধারিত ড্রাফটের দিনে দলে ভিড়িয়েছেন আরও দশ তারকাকে।

জোবার্গ বাংলা টাইগার্স দলের কর্ণধার মোহাম্মদ ইয়াসিন চৌধুরী দেশ স্পোর্টসকে জানান, ‘ড্রাফট থেকে আমরা জিম্বাবুয়ের তারকা খেলোয়াড় সিকান্দার রাজা, দক্ষিণ আফ্রিকার জর্জ লিনডে, আফগানিস্তানের ড্যাশিং ব্যাটার মোহাম্মদ শেহজাদ, জিম্বাবুয়ের অলরাউন্ডার অন্তম নাকভি, ডেথ ওভার স্পেশালিস্ট বোলার জিম্বাবুয়ের টেন্ডাই চাতারা, জিম্বাবুয়ের আরেক অলরাউন্ডার উঠতি তারকা তাশিঙ্গা, জিম্বাবুয়ের ব্যাটার জনাথন ক্যাম্পবেল, ওয়েস্ট ইন্ডিজের কিমানি মেলিয়াস, লঙ্কান বাহাঁতি ব্যাটার কেভিন কত্থিগোডা, জিম্বাবুয়ের সিম বোলিং অলরাউন্ডার তিনাশেকে দলে নিয়েছি।’   

চট্টগ্রামে জন্ম নেয়া দেশের অন্যতম সেরা একজন ক্রিকেট সংগঠক মোহাম্মদ ইয়াসিন চৌধুরী জানান, ‘বড় স্বপ্ন নিয়েই বাংলা টাইগার্স যাত্রা শুরু করেছিল। সে স্বপ্নীল যাত্রার অংশ হিসেবে আমরা সংযুক্ত আরব আমিরাতের পর এবার শ্রীলঙ্কা আর আফ্রিকাতেও পা রাখতে যাচ্ছি। আমরা সব সময়ই বলে এসেছি এটা আমাদের দল, বাংলাদেশের জনগণের দল।'

প্রসঙ্গত, প্রতিটি দলে ন্যূনতম ১৬ জন খেলোয়াড় থাকবেন, যার মধ্যে জিম্বাবুয়ের থাকবেন কমপক্ষে ৬ জন। আইকন ও গ্লোবাল সুপারস্টার ক্যাটাগরিতেও জিম্বাবুয়ের ক্রিকেটারদের নেওয়া যাবে।

গত বছরের জুলাইয়ে এই টুর্নামেন্টের প্রথম আসর হয়েছিল। এবারের টুর্নামেন্ট হতে যাচ্ছে ২১ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই হবে হারারাতে।

 


সর্বশেষ

উপরে নিয়ে চলুন