শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪

জয় দিয়ে চট্টগ্রাম প্রিমিয়ার শুরু রাইজিং স্টারের

ক্রীড়া প্রতিবেদক

২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৪ অপরাহ্ন

জয় দিয়ে চট্টগ্রাম প্রিমিয়ার শুরু রাইজিং স্টারের

কাঙ্ক্ষিত এক জয় দিয়ে চট্টগ্রাম প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু করেছে রাইজিং স্টার ক্লাব। তাদের কাছে ৩ উইকেটে হেরেছে ইস্পাহানি স্পোর্টিং ক্লাব।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ারের পাঁচ নম্বর ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে ইস্পাহানি ধীরলয়ে নিজেদের ইনিংস শুরু করে। ৮.১ ওভারে ওপেনিং জুটি যখন ভাঙে তখন তাদের খাতায় যোগ হয় মাত্র ১২ রান!

এরপর একপ্রান্তে ওপেনার তাজওয়ার অবিচল থাকলেও অপর প্রান্তে রাইজিংয়ের স্পিনারদের সামনে সুবিধা করতে পারেননি ইস্পাহানির ব্যাটাররা। 

ফলে নির্ধারিত ৫০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান করতে পারে ইস্পাহানি। তাও শেষ দিকে এসে শাহীদ আব্দুল্লাহ বলের সাথে পাল্লা দিয়ে ৩৪ বলে ৩১ রান করেছেন বলে দলীয় সংগ্রহ পৌণে দুইশর ঘর ছুঁয়েছে। 

তবে, দলের হয়ে সর্বোচ্চ রান আসে ওপেনার তাজওয়ারের ব্যাট থেকে। তিনি ১১৭টি বল খেলে এক হালি চারের সাহায্যে ৪৯ রান করেন। এছাড়া, সুদীপ্ত ১৬, রনি ১২ এবং নোমান ১০ রান করেন। রাইজিং স্টারের মঈনুল ও জায়েদ নেন ২টি করে উইকেট।

জবাবে, রাইজিং স্টার দ্বিতীয় ওভারে উইকেট হারালেও দ্বিতীয় উইকেট জুটিতে ৭০ রচনের জুটি গড়ে দলকে জয়ের পথে রাখেন শুভ ও মুনতাসির। এরপর রাইজিং স্টার আরও কিছু উইকেট হারালেও সেটিতে ম্যাচ হাত ছাড়া হওয়ার কোন সম্ভাবনা তৈরি হতে দেননি তারা।

ফলে, ৪৪.২ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে রাইজিং স্টার। তাদের হয়ে মুনতাসীর সর্বোচ্চ ৩৬ রান করেন। এছাড়া, রিফাত ২৯*, মঈনুল ২৮, শুভ ২৫, রাজিব ১৮ এবং হৃদয় ১৪ রান করেন। 

ইস্পাহানির হয়ে সুদীপ্ত ও হাফিজ নেন ২টি করে উইকেট।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন