মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

টানা পাঁচ হারে অবনমনের শঙ্কায় মোহামেডান

চট্টগ্রাম প্রিমিয়ার ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক

২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০৯ অপরাহ্ন

টানা পাঁচ হারে অবনমনের শঙ্কায় মোহামেডান

এক সময়ের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন মোহামেডান স্পোর্টিং ক্লাব রীতিমতো ধুঁকছে চট্টগ্রাম প্রিমিয়ার ক্রিকেট লিগে। একমাত্র দল হিসেবে টানা পাঁচ ম্যাচ হেরে তারা পড়েছে অবনমনের শঙ্কায়। তাদের পঞ্চম হারটি এসেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের কাছ থেকে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম সিটি করপোরেশন ৫ উইকেটে মোহামেডানকে হারিয়ে লিগে তৃতীয় জয় তুলে নেয়।

টসে জিতে প্রথমে প্রথমে ব্যাট করতে নেমে মোহামেডান স্পোর্টিং ক্লাব ৩৯.১ ওভারে মাত্র ৯১ রানে গুটিয়ে যায়। মোহামেডানের টপ-মিডলের চার ব্যাটসম্যান শূন্য রানে সাজঘরে ফেরেন। বাকিদের মধ্যে মাত্র তিন জন দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন। তাদের মধ্যে তানভির সাদাত কিং সর্বোচ্চ ২৬ রান করেন। শাহাজাহান ও সেন্টু করেন  ১২ রান করে।

সিটি করপোরেশনের আরফিন ৩টি ও শিপন নেন ২ উইকেট।

জবাবে, চট্টগ্রাম সিটি করপোরেশন ২ ওভারে ২ উইকেট হারিয়ে ফেললেও ওপেনার পিনাক ঘোষের হার না মানা ৪৪ রান ও সাত নম্বরে নামা মনজুরের ২৪ রানের সুবাদে ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে।

মোহামেডানের হয়ে রিয়াজুল নেন ২ উইকেট।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন