চট্টগ্রাম প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শিরোপা স্বপ্নে দলগড়া পাইরেটস অব চিটাগাং আবারও হেরে গেছে। তাদের হারের তিক্ত স্বাদ 'উপহার' দিয় লিগে টানা চতুর্থ জয়ের দেখা পেল ব্রাদার্স ইউনিয়ন।
বৃহস্পতিবার (১৪ মার্চ) চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্রাদার্সের কাছে ৩ উইকেটে হেরে গেছে পাইরেটস অব চিটাগাং।
সকালে টসে জিতে ব্রাদার্স ইউনিয়ন আগে বল করার সিদ্ধান্ত নেয়। অধিনায়কের সেই সিদ্ধান্তকে যথার্থ পরিণত করেন ব্রাদার্সের বোলাররা। তারা পাইরেটসকে ৩৯.১ ওভারে ১৩৪ রানে আটকে দেয়। পাইরেটসের হয়ে রাতুল ইরফান রাজিন সর্ব্বোচ ৫১ রান সংগ্রহ করেন।
ব্রাদার্সের হয়ে অধিনায়ক কাজী কামরুল ও শামসুদ্দিন বাপ্পা নেন ৩টি করে উইকেট।
লিগের আরেক শিরোপা প্রত্যাশী ব্রাদার্স ইউনিয়ন ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো করতে পারেনি। দলীয় ১১ রানে তারা হারিয়ে ফেলে ৩ উইকেট। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ব্রাদার্সকে জয় এনে দেন সজিব। ফলে ৪১.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ব্রাদার্স। দলের পক্ষে সজিব করেন সর্ব্বোচ ৫১ রান।
পাইরেটসের হয়ে বল হাতে মো. রুবেল নেন ৩ উইকেট।