মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩

পাকিস্তানের বিপক্ষে একশোও করতে পারেনি বাংলাদেশ

দেশ স্পোর্টস ডেস্ক

০৪ নভেম্বর ২০২৩, ১২:০৯ অপরাহ্ন

পাকিস্তানের বিপক্ষে একশোও করতে পারেনি বাংলাদেশ

বিশ্বকাপে পাকিস্তানের কাছে নাস্তানাবুদ হয়েছিল ছেলেরা। ছেলেদের দেখানো পথই যেন অনুসরণ করলো মেয়েরা। এবার বাংলাদেশের মেয়েরাও সুবিধা করতে পারলো না পাকিস্তানের বিপক্ষে। ঘরের মাঠে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই হতাশা উপহার দিয়েছেন জ্যোতি-ফারজানারা। 

পাকিস্তান নারী দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আজ (শনিবার) মাঠে নেমেছে বাংলাদেশ নারী দল। মিরপুর শেরে-এ বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি বাংলার মেয়েরা। পাকিস্তান নারী দলের কাছে মাত্র ৮১ রানেই অলআউট হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

দিনের শুরুতে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম থেকেই চাপে থাকে বাংলাদেশ দল। দলীয় ১৫ রানের মধ্যেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে ধুঁকতে থাকে দল। এরপর দলীয় ২৫ রানে ফিরে যান স্বর্না আক্তারও। এরপর অধিনায়ক জ্যেতিকে নিয়ে লড়াই করতে থাকেন ফাহিমা খাতুন। তবে ব্যক্তিগত ১৪ রান করে ফেরেন জ্যোতি।

পরিবর্তীতে রিতু মনিকে নিয়ে এগোতে থাকলেও ব্যর্থ হন ফাহিমা, ফিরে যান ১৮ রান করে। এরপর রিতু মনিও পারেননি দলের হাল ধরতে। ফিরেছেন ১৪ রান করে। ৬৪ রানে ৭ উইকেট ধুঁকছিল বাংলাদেশ দল। 

পরবর্তীতে বড় কোনো জুটি আর এগোয়নি বাংলাদেশ দলের হয়ে। দ্রুত বাকি তিন উইকেট পড়ে গেলে ৮১ রানেই অলআউট হয়ে যায় জ্যোতির দল। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন সাদিয়া ইকবাল এছাড়া ৩ উইকেট নেন নিদা দার।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন