রবিবার, ১০ নভেম্বর ২০২৪

গোল ‍উদযাপনে চিৎকার, হার্ট অ্যাটাকে চট্টগ্রামে মেসিভক্তের মৃত্যু

ক্রীড়া প্রতিবেদক

১৯ ডিসেম্বর ২০২২, ০৩:৫০ অপরাহ্ন

গোল ‍উদযাপনে চিৎকার, হার্ট অ্যাটাকে চট্টগ্রামে মেসিভক্তের মৃত্যু

আর্জেন্টিনার গোল উদযাপন করতে গিয়ে চিৎকার করে স্বপন দাস নামে এক মেসিভক্ত যুবক হার্ট অ্যাটাক করে মারা গেছেন।

রোববার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার সময় চট্টগ্রামের খুলশী এলাকার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

স্বপন দাস হাটহাজারী উপজেলার বুদপুরা এলাকার বাসিন্দা। তিনি নগরের সাগরিকা এলাকায় ওয়েস্টার্ন মেরিন সার্ভিসেস লিমিটেডে কর্মরত ছিলেন। তিনি চার সন্তানের পিতা।

জানা গেছে, নগরীর খুলশীর একটি ফ্ল্যাটে দুইজন বিদেশি অথিতিকে আতিথেয়তার দায়িত্ব পালন করছিলেন। এ সময় খেলা দেখছিলেন তিনি অতিথিদের সাথেই। 

প্রতিষ্ঠানটিতে কর্তব্যরত লায়ন মো. মুছা সিকদার বলেন, 'রাতে অথিতিদের সঙ্গেই খেলা দেখতে বসেন স্বপন দাস। খেলার ২৩ মিনিটের মাথায় আর্জেন্টিনা দলের পক্ষে মেসি পেনাল্টিতে প্রথম গোল দিলেই স্বপন চিৎকার করে উঠে। একপর্যায়ে তিনি হার্ট অ্যাটাক করেন। পরে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'


সর্বশেষ

উপরে নিয়ে চলুন