রবিবার, ১০ নভেম্বর ২০২৪

প্রথম বিভাগে প্রথম জয়ের মুখ দেখল রাইজিং স্টার

ক্রীড়া প্রতিবেদক

০৬ নভেম্বর ২০২২, ১১:৪৯ পূর্বাহ্ন

প্রথম বিভাগে প্রথম জয়ের মুখ দেখল রাইজিং স্টার

প্রথম দুই ম্যাচে হারের তিক্ত স্বাদ পাওয়া রাইজিং স্টার ক্লাব নিজেদের তৃতীয় ম্যাচে এসে অবশেষে জয়ের মুখ দেখল। রাইজিং এর জয়ের দিনে প্রথম পরাজিত হলো কর্ণফুলী ক্লাব

শুক্রবার (৫ নভেম্বর) চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে দিনের একমাত্র খেলায় রাইজিং স্টার ক্লাব ১-০ গোলে হারায় কর্ণফুলী ক্লাবকে। তাদের হয়ে ম্যাচের শেষ দিকে বদলি খেলোয়াড় আবদুল হালিম ম্যাচের একমাত্র গোলটি করেন।

এই জয়ের ফলে এখন পর্যন্ত ৩ খেলা শেষে রাইজিং স্টারের ৩ ও কর্ণফুলী ক্লাবের পয়েন্ট ২। 

প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ এ খেলায় শুরু থেকে সমানতালে আক্রমণ করে খেলতে থাকে দু’দল। রক্ষণভাগ ও কিপারদের দৃঢ়তায় ৭৮ মিনিট পর্যন্ত তারা কেউ গোলের দেখা পায়নি। তবে ৭৯ মিনিটে বদলি হিসেবে নামা রাইজিং স্টারের ত্রাতা হিসবে আবির্ভূত হন আবদুল হালিম। গোছালো এক আক্রমণ থেকে বক্সের বাইরে ফাঁকায় পেয়ে আগুয়ান কিপারের মাথার উপরে বল জালে প্লেস করেন হালিম (১-০)। 

এর আগে প্রধমার্ধে একবার রাইজিং স্টার কিপার এশফাকুরের অসাধারণ দৃঢ়তায় এগিয়ে যাওয়া হয়নি কর্ণফুলী ক্লাবের। তাদের এক ফরোয়ার্ডের দুর্দান্ত শট জালের ঠিকানা খুজে পাওয়ার আগেই এশফাকুর দলকে বিপদমুক্ত করেন। এদিকে ৮৩ মিনিটে গোল ঠেকাতে কর্ণফুলীর কিপার বার ছেড়ে অনেক দূর এগিয়ে আসেন, ফাঁকায় বল পেয়েও অপর বদলি আলমগীর বাইরে শট করলে রাইজিং স্টার ব্যবধান বাড়াতে পারেনি। পরের মুহূর্তে বক্সে বল নিয়ে এগিয়ে যাওয়ার সময় জাহাঙ্গীরকে পিছন থেকে বাধা দিয়ে কর্ণফুলীর একজন ডিফেন্ডার ফেলে দিলেও রেফারি নাফিজ সরকার তা এড়িয়ে গিয়ে রাইজিং স্টারকে নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত করেন। 

ম্যাচসেরা এশফাকুরের হাতে ক্রেস্ট তুলে দেন সিডিএফএ কাউন্সিলর মো. সালাউদ্দিন জাহেদ। 

আজকের খেলা
দিনের একমাত্র খেলায় কল্লোল সংঘ ও আগ্রাবাদ নওজোয়ান ক্লাব পরষ্পরের মোকাবেলা করবে। ম্যাচটি শুরু হবে ২টা ৪৫ মিনিটে।

ডিএস


 


সর্বশেষ

উপরে নিয়ে চলুন