বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

বিপিএলে ম্যাচপ্রতি ২ লক্ষাধিক টাকা পাবেন আম্পায়ার সৈকত

ক্রীড়া প্রতিবেদক

১৭ জানুয়ারি ২০২৫, ০৮:২২ অপরাহ্ন

বিপিএলে ম্যাচপ্রতি ২ লক্ষাধিক টাকা পাবেন আম্পায়ার সৈকত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব পালন করছেন শরফুদ্দৌলা ইবনে সৈকত। সেই সাথে বিপিএল ইতিহাসের ও প্রথম এলিট প্যানেল আম্পায়ার তিনি।

বিসিবিও সৈকতকে সম্মানি দিতে কোনো কার্পণ্য করছে না। বিপিএলের ইতিহাসে রেকর্ড অঙ্কের অর্থ দেওয়া হচ্ছে তাকে। ম্যাচ প্রতি সৈকত পাবেন ২০০০ ডলার। টাকায় যা দাঁড়ায় ২ লাখ ২০ হাজার টাকার বেশি। 

দেশি আম্পায়ারদের সঙ্গে বিবেচনা করলে প্রায় ৫ গুণ বেশি অর্থ পাচ্ছেন সৈকত। বিপিএলে মাসুদুর রহমান মুকুলরা তথা দেশি আম্পায়াররা পাচ্ছেন ম্যাচ প্রতি ৫০ হাজার টাকা করে । এবার বিদেশিরা ম্যাচ প্রতি পাচ্ছেন ৬০০ ডলার করে ।

এবারের আসরে মোট ছয় ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন সৈকত। ভারত-ইংল্যান্ড সিরিজে দায়িত্ব পালন করবেন বলে থাকতে পারবেন না বিপিএলের ফাইনালে।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন