অক্টোবরে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেলো ভারতীয় দল। দেশটির তারকা পেসার জাসপ্রিত বুমরাহ পিঠের ইনজুরিতে ছিটকে গেছেন ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে।
যদিও এনিয়ে ভারতীয় বোর্ডের তরফে কোনও কিছু জানানো হয়নি।
বুমরার পিঠে চোট রয়েছে। এই চোটের কারণে এশিয়া কাপেও খেলতে পারেননি ভারতীয় পেসার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি। তখন রোহিত শর্মা জানান, ছোট একটা চোট রয়েছে ভারতীয় পেসারের। এ অবস্থায় নতুন খবর- পিঠে মারাত্মক চোট রয়েছে বুমরাহর। ৬ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।