দেশের ক্রিকেটে তামিম-কাহিনি এখনো চলছে। লন্ডন থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরে বিসিবির সঙ্গে বৈঠকে বসার কথা বলেছিলেন তামিম ইকবাল। আলোচিত সেই বৈঠকে বসছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ অন্য কর্মকর্তারা। গত দু’দিন এ নিয়ে গুঞ্জন থাকলেও আজ সত্যি সত্যি বৈঠকে বসেছেন তারা।
সকাল থেকে পাপন-তামিমের বৈঠক নিয়ে তৎপর মিডিয়াকর্মীরা। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হাজির হয়ে যান ক্রিকেট রিপোর্টিংয়ের সাংবাদিকরা। তবে দুপুর গড়িয়ে বিকেল হতে চললেও কোথায় মিটিং হচ্ছে, এ বিষয়টা নিশ্চিত হতে পারেনি কেউ। বিকাল নাগাদ মিডিয়া কর্মীরা স্টেডিয়ামে অবস্থান নিলেও তামিম কিংবা বিসিবি সভাপতির দেখা পাননি।
তবে বিসিবি সূত্রে জাগো নিউজ জানতে পেরেছে, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামস্থ বিসিবির কার্যালয়ে নয়, অন্য কোথায় জাতীয় ওয়ানডে দলের অধিনায়কের সঙ্গে বৈঠকে বসেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেই বৈঠকের পর সংশ্লিষ্ট বিষয়াদি মিডিয়ার সামনে তুলে ধরবেন খোদ বিসিবি সভাপতি নিজে।
তবে, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের প্রেস কনফারেন্স কোথায় হবে সেটা এখনও নিশ্চিত নয়। সেটা কী গুলশানস্থ তার নিজ বাসভবনে নাকি পাপনের ব্যবসায়িক কার্যালয়ে, নিশ্চিত নয়। বিসিবি সূত্রটি জানিয়ে দিয়েছেন, সাংবাদিকরা যাতে সময় নিয়ে সংবাদ সম্মেলনস্থলে উপস্থিত হতে পারেন, সে অনুযায়ী ঘোষণা দেয়া হবে। আপাতত সে পর্যন্ত অপেক্ষা।