বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

ম্যাচের মাঝপথেই বিকেএসপি থেকে চট্টগ্রামে ছুটে আসলেন তামিম

শ্বশুর লাইফ সাপোর্টে

দেশ স্পোর্টস ডেস্ক

২০ নভেম্বর ২০২২, ০২:৪৯ অপরাহ্ন

ম্যাচের মাঝপথেই বিকেএসপি থেকে চট্টগ্রামে ছুটে আসলেন তামিম

বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ওয়ানডে টুর্নামেন্টে ইসলামি ব্যাংক ইস্ট জোনের হয়ে খেলছিলেন দেশসেরা ‍ওপেনার তামিম ইকবাল। ব্যাটিংও করলেন। ব্যাট হাতে যদিও তেমন সুবিধা করতে পারেননি। ২৯ বলে ১৮ রান করে সাজঘরে ফিরেছেন তামিম ইকবাল। এরই মধ্যে আরেকটি খারাপ খবর, শ্বশুর অসুস্থ হয়ে হাসপাতালের লাইফ সাপোর্টে আছেন।

সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে বিসিবি সেন্ট্রাল জোনের বিপক্ষে ইস্ট জোনের ম্যাচ চলার সময়ের ঘটনা। শ্বশুরের অসুস্থতার খবর শুনে ম্যাচ রেখেই তড়িঘড়ি করে চট্টগ্রামে চলে এসেছেন তামিম।

তামিম ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও ইয়াসির আলি রাব্বির দুর্দান্ত এক নকে ৪৯.১ ওভারে ২৫৪ রানে অলআউট হয়েছে ইস্ট জোন। রাব্বি ৭৩ বলেই খেলেছেন ৮০ রানের ঝোড়া ইনিংস। যে ইনিংসে চারের চেয়ে ছক্কা বেশি (৪ চার আর ৫ ছক্কা)। মুশফিকুর রহিম করেন ৭৭ বলে ৪৪।

দারুণ বোলিং করেছেন তাইজুল ইসলাম। ৩৯ রানে একাই নিয়েছেন ৪ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন রবিউল হক আর সুমন খান।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন