বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

রংপুরের বিপক্ষে ১২৬ রানেই গুটিয়ে গেল তামিম-মুমিনুলের চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগ

ক্রীড়া প্রতিবেদক

১৭ অক্টোবর ২০২২, ০৫:৫৯ অপরাহ্ন

রংপুরের বিপক্ষে ১২৬ রানেই গুটিয়ে গেল তামিম-মুমিনুলের চট্টগ্রাম

নিজেদের মাঠে সিলেটের কাছে হারের পর ঢাকায় গিয়েও বদল হয়নি চট্টগ্রামের ভাগ্য। জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের খেলায় এবার চট্টগ্রামের প্রথম ইনিংস গুটিয়ে গেল মাত্র ১২৬ রানে। অথচ, তামিমদের সাথে দলে যোগ দিয়েছেন দেশসেরা টেস্ট ব্যাটসম্যান মুমিনুল হক সৌরভ ও টেস্ট দলের ওপেনার হাসান মাহমুদ জয়।

সোমবার (১৭ অক্টোবর) মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে চট্টগ্রামের ইনিংসের গোড়াপত্তন করতে নামেন তামিম ইকবাল ও হাসান মাহমুদ জয়। কিন্তু ইনিংসের আয়ু ১০ ওভার না হতেই সাজঘরে ফিরে যান দুই ওপেনার। দলকে ২৮ রানে রেখে প্রথমে আউট হয়ে যান জয় (২১ বলে ১১ রান)। এরপর রংপুরের মুশফিক হাসানের দ্বিতীয় শিকারে পরিণত হন তামিম ইকবাল (২৫ বলে ১৯ রান)।

আগের ম্যাচে তামিম সাথে ওপেন করতে নেমে সাব্বির হোসেন এদিন তিন নম্বরে ব্যাট করতে নেমে আউট যান অপয়া ১৩ রানে। এরপর সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হকও আউট হয়ে যান ১৩ রানে। ১২ রান করে দলীয় অধিনায়ক ইরফান শুক্কুরও যখন সপ্তম ব্যাটসম্যান হিসেবে আউট হন তখন চট্টগ্রামের রান ৯২। এরপর বাকিদের আসা-যাওয়ার মিছিলের মাঝখানে স্পিনার হাসান মুরাদ ব্যাটসম্যান হয়ে চট্টগ্রামের রান পার করান শয়ের ঘর। ৭০ বলে হাসান খেলেন ২৩ রানের ইনিংস, যেটি দলের হয়ে সর্বোচ্চ। তাতে করে চট্টগ্রামের ইনিংস গিয়ে থামে ১২৬ রানে। 

রংপুরের মুকিদুল ইসলাম মুগ্ধ বল হাতে নেন ৪ উইকেট। অন্য দুই পেসার মুশফিক হাসান ও আলাউদ্দিন বাবু নেন যথাক্রমে ৩ ও ২ উইকেট।

জবাবে রংপুর দিনের খেলা শেষে ২ উইকেট হারিয়ে ৯৬ রান করে। জাহিদ জাভেদ ১৩ ও আব্দুল্লাহ ৩১ রান করে আউট হয়ে যান। তানভির হায়দার (অপরাজিত ২৯ রান) ও নাঈম ইসলাম (অপরাজিত ১৯ রান) মঙ্গলবার দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন। ৩০ রানে পিছিয়ে থাকা রংপুরকে কোথায় থামাবে সেটি এখন দেখার বিষয়।    


সর্বশেষ

উপরে নিয়ে চলুন