মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

রাতে পাকিস্তান যাচ্ছেন লিটন

দেশ স্পোর্টস ডেস্ক

০৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩০ অপরাহ্ন

রাতে পাকিস্তান যাচ্ছেন লিটন

এশিয় কাপের সুপার ফোর নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। সুপার ফোরের ম্যাচগুলোতে অংশগ্রহণ করতে আজ রাতেই পাকিস্তান যাচ্ছেন ওপেনার লিটন কুমার দাস। বিষয়টি একটি জাতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছে বিসিবির এক অফিসিয়াল।

জানা গেছে, কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে রাত ৯.১৫ মিনিটে দেশ ছাড়বেন লিটন।

গ্রুপ পর্বের বাধা পেরিয়ে বাংলাদেশ দল এখন নিশ্চিত করেছে সুপার ফোর। যেখানে টাইগারদের প্রতিপক্ষ রয়েছে ভারত-পাকিস্তানের মতো বড় দল। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু দেশের জাতীয় এক দৈনিককে লিটনের এশিয়া কাপে যাওয়া নিয়ে বলেছেন, 'লিটন সুস্থ আছে। তাকে পাঠানো যায় কিনা সেটা নিয়ে আমরা আলাপ করছি। কারণ ওখানেও অনেকগুলো খেলোয়াড়ের ইনজুরি কনসার্ন আছে।'

এর আগে জ্বর থেকে পুরোপুরি সুস্থ হলে লিটনকে আবার দলে অন্তর্ভুক্ত করা হবে, এমন কথাই জানিয়েছিলেন প্রধান নির্বাচক নান্নু। সে সময় বিসিবির প্রধান এই নির্বাচক বলেন, ‘লিটন সুস্থ হয়ে উঠলে আমরা তাকে পাঠাব। দল সুপার ফোরে গেলে সে যোগ দেবে।’ 

গত বুধবার অবশ্য বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, লিটন ছিটকে পড়েছেন পুরো এশিয়া কাপ থেকেই। যে কারণে বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে উইকেটরক্ষক ব্যাটার বিজয়কে। যিনি ইতোমধ্যে দলের সঙ্গে অবস্থান করছেন।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন