প্রথমবারের মতো আয়োজিত লঙ্কান টি-১০ সুপার লিগে বিজয়রথ ছুটে চলছে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি বাংলা টাইগার্সের। এবার তারা কেন্ডি বোল্টসের বিপক্ষে ৪৭ রানের দাপুটে জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান ধরে রেখেছে।
রোববার (১৫ ডিসেম্বর) শ্রীলঙ্কার পাল্লেকেল্লে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের ১৩ তম ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে বাংলা টাইগার্স তাদের আফগান ওপেনার মোহাম্মদ শেহজাদের ঝোড়ো অর্ধশতক ও দলনায়ক শানাকার তাণ্ডবে ১৬৩ রানের পাহাড় গড়ে।
শেহজাদ মাত্র ১৮ বলে ৭টি চার ও ৩টি ছয়ে খেলেন ৫২ রানের ইনিংস। শানাকার ১৫ বলে করা ৩৯ রানের মধ্যে ছিল এক জোড়া চার ও এক হালি ছয়ের মার। এছাড়া, ধনাঞ্জয়া ১৮, উদানা ১১ এবং বাংলাদেশি মারকুটে ব্যাটার সাব্বির মাত্র ৩ বলে ২ ছক্কায় করেন ১৩ রান।
জবাব দিতে নেমে কেন্ডি বোল্টসের ব্যাটাররা বাংলা টাইগার্সের বোলারদের সামনে নাকানিচুবানি খায়। বিশেষ করে বাঁহাতি স্পিনার থারিন্দু রত্নায়েক একাই তুলে নেন ৪ উইকেট। ম্যাচ সেরা শানুকার ঝুলিতে যায় ২ উইকেট।
প্রথমবারের মতো আয়োজিত লংকান টি-১০ সুপার লিগে অবশ্য বাংলা টাইগার্সের যাত্রা শুরু হয়েছিল হার দিয়ে। এরপর তাদের টানা দুটি ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। এরপর টানা দুটি জয় নিয়ে কোয়ালিফাইং রাউন্ডে যাওয়া অনেকটাই নিশ্চিত করে ফেলেছে।
বাংলা টাইগার্স আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:৪৫ টায় মুখোমুখি হবে কলম্বো জাগোয়ার্সের বিপক্ষে।