আবুধাবি টি-১০ ক্রিকেট লিগে প্রথম দু’ম্যাচে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি বাংলা টাইগার্স দলের হারার পরও তৃতীয় ম্যাচ দেখতে গ্যালারিতে উপচে পড়ে প্রবাসী বাংলাদেশিরা। এদিন তাদের আর হতাশ করেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলা টাইগার্স। লিভিংস্টোনের অসাধারণ ব্যাটিং নৈপূণ্যে ৭ উইকেটের জয় পায় বাংলা টাইগার্স।
সোমবার (২৫ নভেম্বর) আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের শেষ খেলায় লিয়াম লিভিংস্টোন বাংলা টাইগার্সের হয়ে ব্যাট হাতে দারুণ নেতৃত্ব দেন। ৩১ বছর বয়সী এই ডানহাতি ইংলিশ ব্যাটার ৩টি চার ও ৫টি বিশাল ছয়ের সাহায্যে মাত্র ১৫ বলে ৫০ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন। তাকে নিয়ে বাংলা টাইগার্সের কর্ণধার চট্টগ্রামের সন্তান ইয়াসিন চৌধুরী বলেন, ‘অসাধারণ ব্যাটিং করে লিভিংস্টোন যেভাবে ম্যাচটি বের করে এনেছে এটি অবিশ্বাস্য। তিনি যখন উইকেটে আসেন তখন বাংলা টাইগার্সের মাত্র ২০ বলে করতে হতো ৬০ রান। দৃশ্যত অসম্ভব সেই লক্ষ্যও অসাধারণ ব্যাটিংয়ে করে দেখালেন তিনি। এটিই টি-টেনের সৌন্দর্য।’
বাংলা টাইগার্সের হয়ে এছাড়া, সানুকা খেলেন ১৪ বলে ৩৩ রানের ইনিংস। হজরুতুল্লাহ জাযাইয়ের ব্যাট থেকে আসে ২৪ রান।
এর আগে, দিল্লি বুলস পাঞ্জাব-অরিজিন ব্যাটার নিখিল চৌধুরীর একটি দুর্দান্ত ইনিংসের উপর ভর করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৩ রান করেছিল। নিখিল মাত্র ১৬ বলে ৪৭ রান করেন।
প্রবাসী দর্শকদের আগের দু’ম্যাচে পাওয়া কষ্ট এই ম্যাচে কিছুটা হলেও লাঘব করতে পেরে দারুণ আনন্দিত ইয়াসিন চৌধুরী। তিনি বলেন, ‘আগের দু’ম্যাচে আমরা টসে হেরে গেছি। এবারের উইকেটে টস একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। আগের দু’ম্যাচে আমরা টস হারার পাশাপাশি ম্যাচও হেরে যায়।’
বাংলা টাইগার্সের জয়ের পর দলের সবার পরবর্তী ম্যাচগুলো নিয়ে লক্ষ্য কি জানতে চাইলে তিনি বলেন, ‘এবারের ফরম্যাটে পাঁচটি ম্যাচ কোয়ালিফাই করার সুযোগ আছে। আশাকরি আমরা আর তিনটি ম্যাচ জিতলেই কোয়ালিফাই করতে পারবো।’
আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের সময় বাংলা টাইগার্স নিজেদের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে নর্দার্ন ওয়ারিয়র্সের বিপক্ষে।