চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত সিজেকেএস ক্যারম টুর্নামেন্টে দ্বৈত ইভেন্টে শতদল ক্লাবের আব্দুল মোমেন বাবু এবং সাইফুল ইসলাম চ্যাম্পিয়ন হয়েছে। দ্বৈতে রানার্স আপ হয় এমএইচ স্পোর্টিং ক্লাবের পক্ষে অংশগ্রহণকারী সিজেকেএস সহ-সভাপতি অ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী এবং মো. হাফিজুর রহমান। একক ইভেন্টে বাকলিয়া একাদশ জুনিয়রের পক্ষে সেকান্দর আলম বাদশা চ্যাম্পিয়ন হয়। তাতে রানার্স আপ হয় শতদলের পক্ষে অংশগ্রহণকারী সিজেকেএস কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর।
মঙ্গলবার (৫ জুলাই) সিজেকেএস কনভেনশন হলে টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সাবেক সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন এবং সিজেকেএস সহ-সভাপতি একেএম এহসানুল হায়দার চৌধুরী (বাবুল)।

সিজেকেএস ক্যারম কমিটির চেয়ারম্যান শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং সিজেকেএস নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিজেকেএস ক্যারম কমিটির সম্পাদক মো. এনামুল হক।
এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী, সিডিএফএ সভাপতি এসএম শহীদুল ইসলাম, সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য আবুল হাসেম, আ ন ম ওয়াহিদ দুলাল, একেএম আবদুল হান্নান আকবর, মোহাম্মদ ইউসুফ, গোলাম মহিউদ্দীন হাসান, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, মো. দিদারুল আলম, নাসির মিঞা, মো. হারুন আল রশীদ, রেখা আলম চৌধুরী, রেজিয়া বেগম ছবি, সিজেকেএস কাউন্সিলরবৃন্দ, সিজেকেএস ক্যারম কমিটির ভাইস চেয়ারম্যান আকতারুজ্জামান, অংশগ্রহণকারী দলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ প্রমুখ।